E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আপনার অনলাইন শপিংয়ে নজর রাখছে গুগল

২০১৯ মে ২০ ১৪:৫৬:৫৬
আপনার অনলাইন শপিংয়ে নজর রাখছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আপনি শপিং করছেন আর গুগল জানবে না তা কি করে হয়? কারণ ভার্চুয়ালের সবকিছুই গুগলের হাতের মুঠোয়।

জিনিস পছন্দ থেকে শুরু করে বিলের পরিমাণ সবকিছু সরাসরি ট্র্যাক করছে গুগল। অনলাইনে কোথায় থেকে কী কিনছেন, কত বার কিনছেন, কোন বিষয়ে আপনার পছন্দ রয়েছে তার সব তথ্য জমা হচ্ছে গুগলের খাতায়।

গুগলে সার্চ না করে, কোনো অনলাইন ই-কমার্স সাইট যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, সুইগি থেকে কিনলেও গুগল নিজের কাছে রেখে দিচ্ছে আপনার কেনাকাটার তালিকা। কারণ বিলের অনলাইন কপি পৌঁছে যাচ্ছে আপনার ব্যক্তিগত জি-মেইল অ্যাকাউন্টে।

সিএনএন জানিয়েছে, গুগলের কাছে Purchases নামের তালিকায় ২০১২ সাল থেকে সব কেনাবেচার ইতিহাস রয়েছে।

আপনার গুগল অ্যাকাউন্টের https://myaccount.google.com/purchases এই লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবেন, এতদিন আপনি অনলাইন মাধ্যমে যা যা কেনাকাটা করেছেন তার তালিকা সাজিয়ে রেখেছে গুগল।

এদিকে গুগলের মুখপাত্র জানিয়েছেন, গ্রাহকের সুবিধার জন্যই এই ট্র্যাক লিস্ট বানানো হয়েছে। যাতে তারা খুব সহজেই মনে করতে পারেন, কী কিনেছিলেন, কোথা থেকে কিনেছিলেন এবং কোথায় কোথায় সাবসক্রিপশন করেছেন।

(ওএস/এসপি/মে ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test