E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ট্রুকলারে করা যাবে গ্রুপ চ্যাট 

২০১৯ অক্টোবর ২৫ ১৬:৩৯:১৫
ট্রুকলারে করা যাবে গ্রুপ চ্যাট 

তথ্যপ্রযুক্তি ডেস্ক : চ্যাট ফিচার নিয়ে এলো ট্রুকলার। সম্প্রতি ভিওআইপি কলিং-এ ‘কল ওয়েটিং’ সহ একাধিক ফিচার চালু করেছে জনপ্রিয় এই অ্যাপ।

ট্রুকলারের গ্রুপ চ্যাটে ছবি, ভিডিও শেয়ার করা যাবে। তবে অবাঞ্ছিত সদস্যদের এই গ্রুপ চ্যাট থেকে দূরে রাখা যাবে সহজেই। কারণ আমন্ত্রণ জানালে তবেই ট্রুকলারের কোনও গ্রাহক এই গ্রুপে যোগ দিতে পারবেন।

অ্যানড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা ট্রুকলারের এই নতুন গ্রুপ চ্যাট-এর সুবিধা পাবেন। গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এই ফিচারে। কোনও গ্রুপে যে সব সদস্যের নম্বর সেভ করা থাকবে শুধুমাত্র তাঁরাই গ্রুপের বাকি সদস্যদের নম্বর দেখা যাবে। গ্রুপে অচেনা কোনও সদস্যদের কাছে কোনও নম্বর শেয়ার করার আগে, যাঁর নম্বর শেয়ার করছেন তাঁর অনুমতি নেওয়ার প্রয়োজন হবে। অনুমতি মিললে তবেই কোনও নম্বর শেয়ার করা যাবে।

আপনি না চাইলে কেউ আপনাকে কোনও গ্রুপে যুক্ত করতে পারবে না। কারণ, এই ফিচারে কোনও গ্রুপের অ্যাডমিন আর নতুন কোনও সদস্য - উভয় পক্ষের সম্মতি থাকাটা বাধ্যতামূলক।

(ওএস/এসপি/অক্টোবর ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test