E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্মার্টফোন হারিয়ে গেলে খুঁজে পাবেন যেভাবে

২০২০ ফেব্রুয়ারি ২২ ১৬:৫২:৩৬
স্মার্টফোন হারিয়ে গেলে খুঁজে পাবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : পড়ার টেবিলে কিংবা সোফায় প্রিয় স্মার্টফোনটি রেখেছেন কিছু সময় আগে। কিন্তু ভুলে গেছেন! কোথায় রেখেছেন কিছুতেই মনে করতে পারছেন না। সাইলেন্ট মুডে থাকায় রিংও বাজছে না।

এই রকম পরিস্থিতে ফোন খুঁজে পাওয়া খুব কঠিন। তবে দুশ্চিন্তার কারণ নেই। কারণ অন্য ফোন দিয়ে আমরা হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে পারি।

আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারের সহায়তায় স্মার্টফোন সহজেই অনুসন্ধান করা যায়।

ফোনের লোকেশন জানার জন্য অন্য মোবাইল দিয়ে ইন্টারনেট ব্রাউজার খুলুন। এরপর সার্চ করুন Find my phone through Android Device Manager। এখানে আপনাকে লগ ইন করতে বলা হবে। আপনি খুঁজে না পাওয়া ফোনটির ই-মেইল আইডি দিয়ে লগ ইন করবেন।

যখনই আপনি লগইন করবেন এখানে প্রথমই পাবেন "রিং" এবং দ্বিতীয় অপশন পাবেন "ইরেজ"। আপনি প্রথম অপশনটি বেছে নেবেন। রিং অপশনে ক্লিক করলে আপনার হারিয়ে যাওয়া ফোন সাইলেন্ট থাকলেও বেজে উঠবে।

এভাবে খুব সহজেই আপনি হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পেতে পারেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test