E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এটিএম বুথ ব্যবহারে যে বিষয়গুলো খেয়াল রাখবেন

২০২০ ফেব্রুয়ারি ২৭ ১৬:৪৬:২৭
এটিএম বুথ ব্যবহারে যে বিষয়গুলো খেয়াল রাখবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সময়ের সঙ্গে আসছে নতুন নতুন প্রযুক্তি। বাড়ছে হ্যাকিং প্রবণতা সঙ্গে প্রতরণা। এই যেমন আপনার এটিএম কার্ড জাল করে হ্যাকার হাতিয়ে নিতে পারে সব টাকা।

হ্যাকাররা কিভাবে এমন কাজ করে? ম্যাসেজ, ফোনসহ আরও বিভিন্ন মাধ্যমে কার্ড জালিয়াতি করে থাকে তারা। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও অনেক সময় কার্ড জালিয়াতি করা হয়ে থাকে। এসব থামাতে ব্যাংক কর্তৃপক্ষও হাঁপিয়ে উঠেছে।

আজ আপনাকে জানাবো এটিএম বুথ ব্যবহারে যে বিষয়গুলো খেয়াল রাখবেন -

১. আপনি যখন এটিএম থেকে টাকা তুলবেন তখন অন্য কেউ যেন সেখানে না প্রবেশ করে।

২. টাকা তোলার সময় অন্য লোকের সাহায্য নেবেন না। এটিএম মেশিনে পিন দেওয়ার সময় হাত দিয়ে আড়াল করবেন।

৩. কার্ডে পিন নম্বর লিখবেন না। কাউকে আপনার কার্ড দেবেন না। পিন নম্বর বলবেন না। ব্যাংকের কর্মী, গ্রাহক, কেয়ার স্টাফ বা পরিবারের সদস্যদেরও কার্ড দেবেন না। মনে রাখবেন, কোনও ব্যাংক আপনার কাছ থেকে এ জাতীয় তথ্য জানতে চাইবে না।

৪. নতুন কার্ড নেওয়ার পর পুরনো কার্ড নষ্ট করে ফেলুন।

৫. টাকা তোলার পর স্লিপ সেই এটিএম বুথে ফেলে আসবেন না। এটিতে আপনার অ্যাকাউন্টের তথ্য রয়েছে।

৬. এটিএম মেশিনের স্ক্রিন যতক্ষণ না পুরনো অবস্থায় ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সেই স্থান ত্যাগ করবেন না।

৭. এটিএম কার্ডের ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত, সে সম্পর্কে অনেকগুলো উপায় রয়েছে তার মধ্যে প্রথম কাজ হল একটি নির্দিষ্ট সময় মেনে এটিএম পিন পরিবর্তন করা।

৮. আপনার মোবাইল নম্বর অবশ্যই এসএমএস অ্যালার্টের জন্য ব্যাংকের সঙ্গে যুক্ত করে রাখুন। যাতে কোনও সমস্যা হলে তা দ্রুত ধরা পড়ে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২০)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test