E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওয়েবসাইটকে ট্যাবলেটবান্ধব করেছে ইউটিউব

২০২০ এপ্রিল ১৯ ১৮:০৩:২১
ওয়েবসাইটকে ট্যাবলেটবান্ধব করেছে ইউটিউব

তথ্যপ্রযুক্তি ডেস্ক : নিজেদের ওয়েবসাইটকে আরও ট্যাবলেট-বান্ধব করেছে ইউটিউব। আইপ্যাড, অ্যান্ড্রয়েড ট্যাবলেট ও ক্রোম ওএস-এ চলা ডিভাইসের মতো টাচস্ক্রিন ডিভাইসে যাতে সাইটটিকে আরও ভালোভাবে ব্যবহার করা যায় তা নিয়ে কাজ করেছে।

ইউটিউব জানিয়েছে, নতুন আপডেটে আরও উন্নত করা হয়েছে স্ক্রলিং এবং ইউজার ফ্রেন্ডলি করার জন্য আইকনের আকারও বড় করেছে ইউটিউব। এমনকি থাম্বনেইলের নিচে থাকা তিন-ডট মেনুর ব্যবহারও আরও সহজ করা হয়েছে। মেনুটি ব্যবহার করতে আগের মতো আর কার্সর নিয়ে যাওয়ার দরকার হবে না।

যে ডিভাইস থেকেই ইউটিউব ব্যবহার করা হোক না কেন, ইউজাররা আরও ভালোভাবে ভিউ হিস্টোরি দেখতে পারবেন।চাইলেই ভিডিওকে একদম উপরে বা নিচে নিয়ে গিয়ে প্লেলিস্ট বেছে নিতে পারবেন ইউজাররা।

সাইটের এ ধরনের পরিবর্তনগুলো মার্চ থেকেই মূল সাইটে যোগ করা হচ্ছে।তবে সম্প্রতি আর বড় পরিসরে এটি পাওয়া যাচ্ছে।

পরিবর্তনগুলোর ফলে ইউটিউব অ্যাপ ইউজারদের কোনো সমস্যা হবে না। তবে ব্রাউজারের মাধ্যমে যারা ইউটিউব ব্যবহার করে থাকেন তাদের আরও ভালোভাবে সার্ভিসটি ব্যবহার করতে সহযোগিতা করবে নতুন আপডেটটি।

(ওএস/এসপি/এপ্রিল ১৯, ২০২০)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test