E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুরক্ষিত হয়ে আপডেট হচ্ছে জুম

২০২০ এপ্রিল ২৬ ১৮:৫৬:৩৪
সুরক্ষিত হয়ে আপডেট হচ্ছে জুম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন সিকিউরিটি ও প্রাইভেসি ফিচার নিয়ে আসছে জুম ৫.০। এখন থেকে ৯০ দিনের সিকিউরিটি প্ল্যানের আওতায় ভিডিও চ্যাট ও অডিও কল হবে কঠোর নিরাপত্তায়।

গোপনীয়তা নিয়ে প্রশ্ন ওঠার পরই জুম জানায় নতুন আপডেটে মূলত তথ্য গোপন রাখার দিকে নজর দেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মে যুক্ত করেছে AES 256-bit GCM এনক্রিপশন।

জুম ব্যবহার করার সময় অনেকেই জানিয়েছিল, ভিডিও কনফারেন্সিং এর সময় অনেক ক্ষেত্রে অপরিচিত ব্যক্তির আগমণ ঘটে। সম্প্রতি নতুন আপডেটে সেই সমস্যা দূর হবে।

তারা জানিয়েছে, নতুন লেভেলের এনক্রিপশন বর্তমানে জুম মিটিং, জুম ভিডিও ওয়েবিনার এবং জুম ফোন জুড়ে ব্যবহার করা যাবে।

জুম ৫.০ তে রয়েছে রিপোর্ট ইউজার বটন। মিটিং যে সঞ্চালনা করবেন সে কোনো সমস্যা দেখলে রিপোর্ট করতে পারবেন। অন্য ইউজারকেও জানাতে পারবেন।

মিটিং পাসওয়ার্ড এখন ডিফল্ট মোড। সুতরাং জুম কলের জন্য পাসওয়ার্ড তৈরিতে থাকবে ডিফল্ট ফিচার। চলতি সপ্তাহেই আসতে পারে জুম ৫.০।

সম্প্রতি ভারতের একটি স্কুলে ক্লাসের বদলে প্রায় পাঁচ মিনিট অশ্লীল ভিডিও চলতে শুরু করে জুমে। হতভম্ভ ছাত্র-ছাত্রীরা প্রথমে বুঝতেই পারেননি। বুঝতে পারেননি শিক্ষিকাও। পাঁচ মিনিট পরে তিনি পুরো পরিস্থিতি বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে বন্ধ করলেন জুম অ্যাপ।

এছাড়াও ব্যবহারকারীদের তথ্য বিক্রির অভিযোগ রয়েছে জুমের বিরুদ্ধে।

(ওএস/এসপি/এপ্রিল ২৬, ২০২০)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test