E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাষ্ট্রে টিকটক-উইচ্যাট বন্ধে চীনের নিন্দা

২০২০ সেপ্টেম্বর ২০ ১৬:৩৮:৪৬
যুক্তরাষ্ট্রে টিকটক-উইচ্যাট বন্ধে চীনের নিন্দা

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় অ্যাপ টিকটক এবং উইচ্যাটের ব্যবহার বন্ধের নির্দেশনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে এমন সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান জানিয়েছে চীন।

শুক্রবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকেই চীনা এই দুই অ্যাপ ডাউনলোড করতে পারবেন না।

আজ (রবিবার) থেকে যুক্তরাষ্ট্রে উইচ্যাট বন্ধের নিষেধাজ্ঞা কার্যকর হলেও আপাতত টিকটক ব্যবহার করতে পারবেন মার্কিনিরা। আগামী ১২ নভেম্বরের পর যুক্তরাষ্ট্রে অ্যাপ দু'টি পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে।

এর আগে অ্যাপ দু'টির যুক্তরাষ্ট্রের অংশের পরিচালনা কার্যক্রম যুক্তরাষ্ট্রের কোম্পানির কাছে বিক্রির জন্য ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছিলেন ট্রাম্প।

এদিকে মার্কিন কোনো কোম্পানির কাছে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট টিকটক বিক্রি করে দিক, তা চাইছে না বেইজিং। এর চেয়ে তারা যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ করে দিতে বলেছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২০)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test