E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা টিকার আপডেট জানতে অ্যাপ

২০২০ নভেম্বর ২৯ ১৬:০৭:৫৭
করোনা টিকার আপডেট জানতে অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধের টিকা নিয়ে তৎপর ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই টিকার অগ্রগতির খোঁজ নিচ্ছেন নিয়মিত।

এমন কী নরেন্দ্র মোদি টিকার সার্বিক খোঁজ-খবর নিতে তার দেশের তিন শহরে সফরও করছেন।

এরই মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার টিকা সম্পর্কে বিস্তারিত জানতে মোবাইল অ্যাপ চালু করার খবর জানিয়েছে।

এই অ্যাপের মাধ্যমেই টিকা সংক্রান্ত যাবতীয় খবর পাওয়া যাবে বলে জানা যাচ্ছে ভারতীয় সরকারি সূত্রে।

এই অ্যাপ দিয়ে জানা যাবে, কতদিনের মধ্যে টিকা পাওয়া যাবে, কীভাবে টিকা পেতে পারেন, দাম কেমন হবে, কোন শহরে কীভাবে বণ্টন হবে, সে সম্পর্কে।

ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, এই অ্যাপ সরকার ও জনসাধারণের সাথে সেতুর মতোই কাজ করবে।

প্রথমে নামসহ যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এই অ্যাপে। তারপর টিকা সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে। কতজন এক সাথে টিকা নিতে পারবে এবং কোন সময়ে পাবে, এ সম্পর্কে দেশের জনগণ এই অ্যাপ থেকে জানতে পারবে।

(ওএস/এসপি/নভেম্বর ২৯, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test