E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রযুক্তির প্রসারকে নানা ধরণের রাজনৈতিক জটিলতায় ফেলে দেয়া হচ্ছে’ 

২০২১ ফেব্রুয়ারি ২২ ১৯:১৩:৪৪
‘প্রযুক্তির প্রসারকে নানা ধরণের রাজনৈতিক জটিলতায় ফেলে দেয়া হচ্ছে’ 

তথ্যপ্রযুক্তি ডেস্ক : হুয়াওয়ে, গ্লোবাল মোবাইল অ্যাসোসিয়েশন, সেন্টার অব এনভায়রনমেন্টাল ইকোনমিকস অব ফুডান ইউনিভার্সিটি এবং দ্য পেপার এর উদ্যোগে সাংহাইয়ে অবস্থিত জুমেইরাহ হিমালায়াস হোটেলে ‘কানেক্টেড ফর শেয়ারড প্রসপারিটি’ শীর্ষক একটি ফোরাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হুয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বোর্ড সদস্য ক্যাথরিন চেন ‘বিলিভ ইন দ্য পাওয়ার অব টেকনোলজি’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অনলাইনে এবং সরাসরি উভয়ভাবেই যুক্ত হন। বিশ্বের ৫০টিরও অধিক দেশ থেকে অন্তত ১ হাজার অতিথি অনলাইনে এই কনফারেন্সে অংশ নেন, যেখানে ভবিষ্যতের জন্য পৃথিবী গড়তে ডিজিটাল প্রযুক্তি ও টেকসই উন্নয়নের আন্তঃসংযোগ নিয়ে আলোচনা করা হয়। যেখানে আন্তর্জাতিক পর্যায়ের নিয়ন্ত্রক সংস্থা এবং চীন, মালয়েশিয়া, স্পেন, থাইল্যান্ড, হাঙ্গেরি ও পর্তুগালের খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্যাথরিন চেন তার আলোচনায় মানবজাতির ভবিষ্যত অগ্রযাত্রার চালিকাশক্তি হিসেবে প্রযুক্তির ভূমিকা প্রসঙ্গে আলোকপাত করেন। এ সময় তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে তার একাত্মতা প্রকাশ করেন এবং একটি সবুজ ও অন্তর্ভুক্তিমূলক পৃথিবী গঠনের প্রত্যয়ে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতিটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি ধারণের আহ্বান জানান।

তিনি বলেন, ‘২০২০ সাল আমাদের সকলের জন্যই মিশ্র প্রতিক্রিয়া বয়ে এনেছিল। মহামারির কারণে আমাদের জীবনযাত্রায় এসেছে আমূল পরিবর্তন। আমাদের পারিপার্শ্বিকতাকে দেখবার চোখ ও যাচাই করার মনও অনেকখানি বদলে গিয়েছে। এই কঠিন সময়ের মধ্য দিয়েই আমি উপলব্ধি করতে পেরেছি যে, সমাজের সকলের মাঝে ঐক্যমত তৈরি করা একটি অত্যন্ত দূরহ ব্যাপার। লকডাউন দেওয়া – না দেওয়া থেকে আরম্ভ করে মাস্ক পরা – না পরা, সকল ক্ষেত্রেই কিছু না কিছু দ্বিমত এবং বিবাদ আমরা লক্ষ্য করেছি”।

তিনি আরো বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমবিকাশ গোটা মানবসভ্যতার ক্রমবিকাশের সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু ইদানিং বিজ্ঞানের বিভিন্ন অসামান্য অবদানকে নানা ধরণের রাজনৈতিক জটিলতায় ফেলে দেয়া হচ্ছে। বিরূপভাবে প্রকাশ করা হচ্ছে। উদ্বেগ ও সংশয় থেকে অনেকের মনে বিজ্ঞানের প্রতি বিরূপ মানসিকতা জন্মাচ্ছে। এমনকি প্রযুক্তির প্রসারকে থামানোর জন্যও অনেকে রীতিমতো উঠেপড়ে লেগেছে।’

ফাইভজি প্রযুক্তির বিশেষত্ব এর উচ্চ ব্যান্ডউইডথ, লো ল্যাটেন্সি এবং বিস্তৃত কানেক্টিভিটি সুবিধার মাঝে নিহিত। এর সাহায্যে গতানুগতিক ধারার খাতে আমূল পরিবর্তন আনা সম্ভব, যার লাভের ভাগীদার হতে পারবেন সবাই। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে নানা খাতে ফাইভজি প্রযুক্তির ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। ব্যক্তি পর্যায়ে গ্রাহক সন্তুষ্টির মান বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সমুদ্রবন্দর, মাইন ও যাতায়াত ব্যবস্থায় বাণিজ্যিক পর্যায়ে ফাইভজি’র ক্রমবর্ধমান ব্যবহার প্রতিনিয়ত নতুন আশার যোগান দিচ্ছে।

একমত হওয়া কঠিন, কিন্তু প্রযুক্তিকে বন্ধ করা সহজ। এন্টারপ্রাইজগুলোর জন্য প্রযুক্তির ওপর বিশ্বাস ছোট বিষয় থেকেও শুরু হতে পারে।

বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা পালন করে চলেছে হুয়াওয়ে। মানবকল্যাণে বিজ্ঞানের অবদান প্রসঙ্গে প্রতিষ্ঠানটি অত্যন্ত আশাবাদী। পাশাপাশি, ডিজিটাল প্রযুক্তির সূত্র ধরেই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে বিশ্বাস করে হুয়াওয়ে। এই বিশ্বাস থেকে হুয়াওয়ে ইতিমধ্যেই এসডিজি’র ডিজিটাল টেকের বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেছে।

বিশ্বের ৬০টিরও অধিক দেশে ১৪৮ মিলিয়ন টনেরও বেশি কার্বন নির্গমণ রোধে সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে হুয়াওয়ের স্মার্ট পিভি সল্যুশন। এটি রীতিমতো ২শ’ মিলিয়নেরও বেশি গাছ লাগানোর সমান উপকারীতা বহন করে। কেবলমাত্র ইথিওপিয়াতেই হুয়াওয়ের সহায়তায় ৪শ’রও অধিক গ্রাহক সোলার পাওয়ার স্টেশন স্থাপন করেছে, যার ফলে ২,৮৫০ টন কার্বন নির্গমণ হ্রাস করা সম্ভব হয়েছে। এছাড়াও, চীনের নিংশিয়া ও শ্যান্ডং প্রদেশে কৃষি ও মাছ ধরার কাজে সুবিধার জন্য হুয়াওয়ের সহায়তায় স্থাপিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সোলার স্টেশন।

মিশর, ইথিওপিয়া এবং ঘানার শিক্ষার্থীদের অনলাইনে পড়াশোনার মাধ্যমে ডিজিটাল দক্ষতার বিকাশ ঘটানোর উদ্দেশ্যে হুয়াওয়ে ও ইউনেস্কো একটি তিন বছর মেয়াদি প্রকল্পের আওতায় যৌথভাবে ওপেন স্কুল প্রোগ্রামও চালু করেছে।

ভবিষ্যতের পৃথিবীকে সুন্দর ও অধিক বাসযোগ্য করে তোলার জন্য এই প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আন্তঃসম্পর্ক, প্রতি কণা কার্বনের নির্গমণ এবং প্রতি ওয়াট বিদ্যুতের অপচয় রোধ হয়ে উঠতে পারে অত্যন্ত মূল্যবান। আর একারণেই আগামীর বিশ্বকে তৈরি করতে প্রযুক্তির ব্যবহার হয়ে উঠছে অপরিহার্য।

(পিআর/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test