E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আসছে অপো এফ ১৯ প্রো

২০২১ মার্চ ১৫ ১৫:১৯:১৩
আসছে অপো এফ ১৯ প্রো

তথ্যপ্রযুক্তি ডেস্ক : অপো প্রেমীদের জন্যে এ বছরের সেরা উপহার অপো এফ ১৯ প্রো এর শুভ উদ্বোধন গত ১০ই মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে।

গ্রাহকদের আরও নতুন অভিজ্ঞতা দান করতে নতুন এফ ১৯ প্রো ফোনটি এখন প্রি-অর্ডার করা যাচ্ছে। সবার পছন্দের এই এফ ১৯ প্রো দুটি ডাইন্যামিক কালারে পাওয়া যাচ্ছে, "ফ্যান্টাস্টিক পার্পল" এবং "ফ্লুইডব্ল্যাক"।

৪৮ মেগা পিক্সেল ব্যাক এবং ৩২ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরার এই ফোনে রয়েছে ডুয়াল-ভিউ ভিডিওগ্রাফি, এ আই কালার পোর্ট্রেট ভিডিওগ্রাফি, ভুকফ্ল্যাশ চার্জিং৪.০, ডায়নামিক বোকেহ এবং আরও অনেক মন মাতানো ফিচারস।

অন্যান্য ডিজাইন এবং পারফরম্যান্স যেমন অত্যাধুনিক স্লিক এবং স্লিমডিজাইন, আপডেট গেমিং কম্পোনেন্ট এটিকে আরও অনন্য এবং স্টাইলিশ করে তুলেছে।

গ্রাহকদের কিছু বাড়তি সুবিধার্থে, অপো এফ ১৯ প্রো এখন প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত। গ্রাহকদের বিনোদনের মাত্রা বাড়াতে প্রি-অর্ডারের সাথে আরও এক্সক্লুসিভ গিফট যুক্ত হয়েছে। রয়েছে অপো ব্যান্ড ফ্যাশন, এয়ার ফোন এবং অন্যান্য আনুষাঙ্গিক উপহার সমন্বিত গিফট বক্স।

এছাড়াও রয়েছে প্রি-অর্ডারের জন্য "ফ্রি" ওয়ান-টাইমস্ক্রিন রিপ্লেসমেন্টের অফার।এছাড়াও গ্রাহকরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর "রবি"-এর পক্ষ হতে প্রি-অর্ডারে ২০ জিবি ৪ জি ইন্টারনেট ডেটা বিনামূল্যে পাবেন।

এক্সচেঞ্জ করলে গ্রাহকদের জন্য ২০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকসহ আরও কিছু এক্সক্লুসিভ অফার থাকছে।

অপো এফ ১৯ প্রো- এর প্রি-অর্ডার ১৮ মার্চ অবধি চলবে।সুতরাং দেরি না করে আজই অপো ব্র্যান্ডের নতুন এফ ১৯ প্রো অর্ডার করুন।ফোনটি অপো বাংলাদেশ ওয়েবসাইট থেকে সরাসরি প্রি-অর্ডার করা যাবে।

(পিআর/এসপি/মার্চ ১৫, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test