E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এক চাকার মোটরসাইকেল নিয়ে এসেছে আলিবাবা গ্রুপ

২০২১ মার্চ ২৮ ১৭:১১:৫৭
এক চাকার মোটরসাইকেল নিয়ে এসেছে আলিবাবা গ্রুপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সার্কাসে দেখা যায় এক চাকার সাইকেল বা মোটরসাইকেল। কিন্তু এবার এক চাকার মোটরসাইকেল রাস্তায় স্বাভাবিকভাইবেই ব্যবহার করা যাবে।

এমনই এক চাকার মোটরসাইকেল বাজারে এসেছে। কেউ কেউ ভাবছেন দুই চাকা না থাকলে ব্যালান্স হবে কী করে। তবে এই মোটরসাইকেল চলবে এক চাকার উপর ভর করেই।

এই বাইকে পিলিয়ন বা পেছনে একজন বসার সিটও রয়েছে। তবে সেটি কতটা কার্যকর তা সময় বলবে। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ডুকাটি মনস্টারের অনুকরণে তৈরি করা হয়ছে।

এই বাইক সিঙ্গল চার্জে ১০০ কি.মি. পর্যন্ত চলবে বলে দাবি সংস্থার। ফুল চার্জ হতে সময় নেবে ৩ থেকে ১২ ঘণ্টা। টপ স্পিড ৪৮ কিমি প্রতি ঘণ্টা। বাইকের ওজন মাত্র ৪০ কেজি। এক চাকার এই বাইক বাজারে এনেছে আলিবাবা গ্রুপ।

বাজারে এখন ইলকট্রিক বাইকের চাহিদা বাড়ছে। এই এক চাকার ই-মোটরসাইকেল এরই মধ্যে সবার নজর কেড়েছে। চালক সামনে ঝুঁকলে ততি বাড়বে এই বাইকের। পিছনে সরলে গতি কমবে।

(ওএস/এসপি/মার্চ ২৮, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test