E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশে মোবাইল ফোন তৈরি করবে নোকিয়া

২০২১ মে ০৬ ১৬:০৯:৩৯
বাংলাদেশে মোবাইল ফোন তৈরি করবে নোকিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে প্রথমবারের মতো মোবাইল ফোন উৎপাদন করতে যাচ্ছে নোকিয়া। নোকিয়ার মূল সংস্থা এইচএমডি গ্লোবালের ব্যবসায়িক বিভাগের প্রধান ফারহান রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৭ সালে বাংলাদেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন শিল্প যাত্রা শুরু করে। ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনই দেশে প্রথম ফোন উৎপাদন শুরু করেছিল।

এরপর থেকে স্যামসাং, সিম্ফোনি, ওপ্পো, রিয়েলমিসহ মোট ১০টি ব্র্যান্ড দেশে মোবাইল ফোন উৎপাদন করতে শুরু করে।

এই ব্র্যান্ডগুলো স্থানীয় বাজারে ৮৫ শতাংশ স্মার্টফোন উৎপাদন করে। তারা ৫৫ শতাংশ স্মার্টফোন ও ফিচার ফোনের স্থানীয় চাহিদা পূরণ করে থাকে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবছরে দেশে মোবাইল হ্যান্ডসেটের মোট উৎপাদন ও আমদানি ছিল ২৯ দশমিক ৪৮ মিলিয়ন ইউনিট। এর মধ্যে ১৬ দশমিক ২১ মিলিয়ন ইউনিট স্থানীয়ভাবে ১০টি সংস্থা তৈরি করেছিল। আর বাকি ১৩ দশমিক ২৭ মিলিয়ন ইউনিট আমদানি করা হয়েছিল।

(ওএস/এসপি/মে ০৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test