E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ থেকে মোবাইল গ্রাহকদের কথা বলার ব্যয় বাড়বে

২০১৪ সেপ্টেম্বর ০১ ১৮:২৩:৩৪
আজ থেকে মোবাইল গ্রাহকদের কথা বলার ব্যয় বাড়বে

স্টাফ রিপোর্টার : আজ সোমবার থেকে মোবাইল ফোন অপারেটরদের আয়ের ওপর নতুন করে কর বসানো হচ্ছে। ফলে মোবাইল গ্রাহকদের কথা বলার ওপর বেড়ে বাড়বে ব্যয়। নির্ধারিত করের পাশাপাশি 'উন্নয়ন সারচার্জ' নামে সেবার বিনিময়ে প্রাপ্ত মূল্যের ওপর ১ শতাংশ হারে সারচার্জ দিতে হবে অপারেটরদের।

কাগজে-কলমে সারচার্জ অপারেটরদের কাছ থেকে সংগ্রহের কথা বলা হলেও বাস্তবে অতিরিক্ত এ করের বোঝা বহন করতে হবে মোবাইল ফোনের গ্রাহকদেরই। ফলে ১ সেপ্টেম্বর থেকে কলরেট না বাড়লেও কথোপকথনের ব্যয় বাড়বে মোবাইল ফোন ব্যবহারকারীদের। এই সারচার্জ বাবদ বছরে প্রায় ২৫০ কোটি টাকা আদায়ের ল্যক্ষমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জানা গেছে, মোবাইল ফোন অপারেটরদের সিমকার্ড বা রিমকার্ড বা অন্য কোনো মাইক্রো চিপ ব্যবহারের মাধ্যমে সেবার বিনিময়ে প্রাপ্ত সমুদয় মূল্যের ওপর ১ শতাংশ হারে উন্নয়ন সারচার্জ আরোপিত হবে। মূল্য সংযোজন কর যে সময় বা যে পদ্ধতিতে আদায় করা হয় একই সময়ে এবং একই পদ্ধতিতে সারচার্জ আদায় করা হবে।

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবির বলেন, এ খাতে এমনিতেই বিপুল করের বোঝা বিদ্যমান। নতুন কর সেই বোঝা আরও বাড়াবে। সরকারের কোষাগারে সবচেয়ে বেশি অবদান রাখছে এ খাত। অথচ নতুন করারোপের কারণে খাতটির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে বিনিয়োগ ও প্রবৃদ্ধির ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।

সারচার্জের নাম প্রথমে ‘শিক্ষা উন্নয়ন সারচার্জ’ রাখা হলেও পরবর্তী সময়ে অর্থমন্ত্রীর আপত্তির কারণে তা ‘উন্নয়ন সারচার্জ’ করা হয়। মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে আলোচনা করে আদায়পদ্ধতি দ্রুত ঠিক করে ফেলার নির্দেশও দিয়েছেন অর্থমন্ত্রী।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test