E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

২০২১ জুন ২৬ ১৪:৪২:৩১
বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রতি বছরের মতো ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী ‘বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন ফোরাম এটি আয়োজন করে। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর তেজগাও স্কাই ভিউ রেস্টুরেন্টে শুধুমাত্র অ্যাওয়ার্ড বিজয়ী ও বিশেষ অথিতির উপস্থিতিতে এটি আয়োজন করা হয। পুরো আয়োজনটি অনলাইনে লাইভের মাধ্যমে সম্প্রসারন করা হয়।

গত জুন মাসে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের ২৯টি দেশ থেকে ১০০৮টি আবেদন গ্রহণ করা হয়। তাদের মধ্য থেকে ১৪২ জনকে প্রাথমিক নেমিনেশন প্রদানের মাধ্যমে মোট ১৫ জনকে ৭টি ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি জানান, ‘আমাদের আয়োজনের মূল বিষয় থাকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনের উদ্দেশ্যে প্রযুক্তি ব্যাবহার করে সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডকে বিশ্ব্যব্যাপী তুলে ধরা ও বিশেষ সম্মাননা প্রদান করা। যার মাধ্যমে যুব সমাজ সামাজিক উন্নয়নমূলক কাজে উৎসাহ পাবে।

এ বছর করোনা পরিস্থিতে যে সকল কার্যক্রম ব্যক্তিগত বা গ্রুমের মাধ্যমে এগিয়ে চিলো তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেমন ফোরাম জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রার অংশীদারী প্লাটফর্ম হিসেবে কাজ করে।

আয়োজনটিতে বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন, সানি সারওয়ার (পুলিশ সুপার, অ্যান্টি টেররিজম ইউনিট; বাংলাদেশ পুলিশ), মোহাম্মাদ আরিফুজ্জামান (ব্যবস্থাপনা পরিচালক রিয়েল ক্যাপিটা গ্রুপ), চৌধুরী দৌলাত মাহমুদ জাফরি, আরিফ চৌধুরী (প্রতিষ্ঠাতা সওদাগার ডট কম), নাহিদ হাসান, ফারাহ মাহমুদ ট্রিনা, ডা: তানজিবা রহমান, মান্জুর আহমেদ সোহান (চেয়ারম্যান রিয়েল ক্যাপিটা গ্রুপ), নাফিসা আন্জুম খান, কাজী হাসান রবিন ও প্রমুখ।

(ওএস/এসপি/জুন ২৬, ২০২১)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test