E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপায়কে উদ্ধাবনী প্রযুক্তি সুবিধা দিবে গ্রামীণফোন

২০২১ জুন ২৬ ২২:৩৫:৫০
উপায়কে উদ্ধাবনী প্রযুক্তি সুবিধা দিবে গ্রামীণফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বৈশ্বিক মহামারিতে ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে বর্তমানে মানুষ ক্যাশবিহীন পেমেন্টে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করছেন, যার ফলে দেশজুড়ে ডিজিটাল পেমেন্টের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায়, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে ও প্রযুক্তিগত সমাধান নিয়ে আসার লক্ষ্যে সম্প্রতি দ্য রেনেসাঁ হোটেল ঢাকায় ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান উপায় -এর সাথে পার্টনারশিপ করেছে গ্রামীণফোন।

এই পার্টনারশিপের মাধ্যমে গ্রামীণফোন উদ্ভাবনী ডেটা সলুশন প্রদান করবে,যার মাধ্যমে উপায় ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশনটি ইন্টারনেট চার্জ ছাড়াই ব্যবহার করতে পারবেন। এছাড়াও, ব্যবহারকারীরা গ্রামীণফোন নাম্বার ব্যবহার করে নিবন্ধন করার মাধ্যমে অতিরিক্ত ৫০০ মেগাবাইট ডেটা এবং ৫০ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড উপভোগ করতে পারবেন।

এ ব্যাপারে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান বলেন, ‘কোভিড-১৯ নগদ অর্থের মাধ্যমে ছড়াতে পারে বলে বর্তমানে অনেক মানুষ ক্যাশ লেনদেনে সংকোচ বোধ করেন এবং ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনে সুরক্ষিত বোধ করেন। ক্যাশ থেকে ক্যাশবিহীন লেনদেনে এই রূপান্তর ডিজিটাল পেমেন্ট ব্যবহার বৃদ্ধি করেছে, যা দেশজুড়ে ডিজিটাল রূপান্তরকেও ত্বরাণ্বিত করেছে।

গত মে মাস পর্যন্ত, ৩০-৩৫ শতাংশ আর্থিক লেনদেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে হয়েছে। ক্যাশবিহীন পেমেন্টের এই প্রবণতা এমএফএস সহ সকল আর্থিক প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত উদ্ভাবন ব্যবহারে উৎসাহিত করছে। এবং ডিজিটাল পেমেন্টের এই ক্রমবর্ধমান ব্যবহারের সাথে তাল মেলাতে এই প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্ভাবনী রিসোর্স ও সমাধান ব্যবহারের সুযোগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘মানুষকে প্রয়োজনীয় বিষয়ের সাথে যুক্ত করার ক্ষেত্রে দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে, আমরা উপায় -এর সাথে পার্টনারশিপ করার মাধ্যমে তাদের উদ্ভাবনী সেবা প্রদান করতে পেরে আনন্দিত। আমাদের প্রত্যাশা এ উদ্ভাবনী সমাধান উপায়ের অবকাঠামোগত সামর্থ বৃদ্ধি করবে এবং ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে ক্যাশলেস পেমেন্ট সুবিধা গ্রহণে সহায়তা করবে।’

উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সাইদুল এইচ খন্দকার বলেন, ‘গ্রামীণফোন নেটওয়ার্কে আমাদের গ্রাহকদের জন্য উদ্ভাবনী এ অফার নিয়ে আসার ক্ষেত্রে গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত।

এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো আমরা গ্রাহকদের দীর্ঘস্থায়ী একটি সমস্যা সমাধানে কাজ করছি। প্রায়শই ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে লেনদেন করতে চান, কিন্তু অনেক সময় প্যাকেজের মেয়াদ থাকে না কিংবা অ্যাপ ব্যবহারে গ্রাহকদের ডেটা প্যাক কেনা থাকে না।

এ অফার গ্রাহকদের জন্য চমৎকার অভিজ্ঞতা প্রদান করবে কেননা তারা এখন কোনো ডেটা চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবে। গ্রামীণফোনের সাথে পার্টনারশিপের এটা শুরু। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এ পার্টনারশিপ সামনেও চলমান থাকবে এবং গ্রাহকদের জন্য আরও সুবিধা নিয়ে আসার ক্ষেত্রে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ পার্টনারশিপ অবদান রাখবে।’

পার্টনারশিপে স্বাক্ষর করেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান এবং উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সাইদুল এইচ খন্দকার। এছাড়াও, অনুষ্ঠানে ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের বিজনেসের ডিরেক্টর, হেড অব প্রাইম অ্যাকাউন্টস মো. নাসার ইউসুফ; ইউনাইটেড ফিনটেক কোম্পানি লিমিটেডের (উপায়) বোর্ড অব ডিরেক্টরস এর মেম্বার এটিএম তাহমিদুজ্জামান; প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. নূর-ই-আলম সিদ্দিকী, এর চিফ স্ট্র্যাটেজি অফিসার জিয়াউর রহমান এবং চিফ মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মাহবুবুর রহমান। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে উপায় অ্যাপ।

(পিআর/এসপি/জুন ২৬, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test