E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গ্রাহক ধরে রাখতে নেটফ্লিক্সের কাণ্ড

২০২২ জুন ০৭ ১৭:৩৩:৩১
গ্রাহক ধরে রাখতে নেটফ্লিক্সের কাণ্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সিনেমা-সিরিজ প্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে আছে নেটফ্লিক্স। এই ওটিটি প্ল্যাটফর্মটি বর্তমানে বিশ্বের ১৯০টি দেশে, ৩০টিরও বেশি ভাষায় তাদের সিনেমা তৈরি করছে। তারপরও গ্রাহক হারিয়ে দিশেহারা অবস্থা প্ল্যাটফর্মটির। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা সংস্থাটি মাত্র ১০০ দিনে ২ লাখ সাবস্ক্রাইবার হারিয়েছে।

এরপরই কর্মী ছাটাইসহ টাকার বিনিময়ে পাসওয়ার্ড শেয়ারিংয়ের ব্যবস্থা করেছে প্ল্যাটফর্মটি। এবার গ্রাহক ধরে রাখতে নতুন এক কাণ্ড করে বসলো নেটফ্লিক্স। চারটি নতুন গেম নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে নতুন চারটি টাইটেলে গেমগুলো বাজারে আনা হচ্ছে।

গেমগুলো সরাসরি নেটফ্লিক্স অ্যাপ থেকে ডাউনলোড করা সম্ভব। চলতি মাসের ৩১ তারিখে গেমগুলো বাজারে আনা হবে। নতুন গেমগুলো হচ্ছে- ড্রাগন আপ (East Side Games), মুনলাইটার (11 Bit Studios), টাউনসম্যান (A Kingdom Rebuilt HandyGames) এবং এক্সপ্লোডিং কিটেনস- The Game (Exploding Kittens Digital)।

এবিষয়ে সংস্থার পক্ষ থেকে একটি ব্লগপোস্ট করা হয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইফোনের ব্যবহারকারীরা ওই গেম খেলতে পারবেন। ড্রাগন আপ গেমের মাধ্যমে গেমাররা বিভিন্ন ধরনের ড্রাগন নিজেদের সংগ্রহে রাখতে পারবেন। বিভিন্নভাবে তাদের সাহায্য করতে পারবেন। এটি একটি সিঙ্গল প্লেয়ার গেম।

মুনলাইটার গেমের মাধ্যমে খেলোয়াড়দের একটি দোকান পরিচালনা করতে হবে। দিনের বেলায় দোকানের যা যা কাজ তা করতে হবে গেমারদের। এবং রাত হলেই বিভিন্ন রোমাঞ্চকর ঘটনার অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

গত বছরের শেষের দিকে গেমিং প্ল্যাটফর্ম চালু করার দিকে নজর দিয়েছিল নেটফ্লিক্স। নেটফ্লিক্স জানিয়েছে, এ গেমগুলো খেলার জন্য আলাদা করে কোনো সাবক্রিপশন নিতে হবে না। যে কোনো প্ল্যানের গ্রাহকরা গেম খেলার অভিজ্ঞতা পাবেন। তবে প্রত্যেকটি গেম প্রথমে ডাউনলোড করতে হবে গ্রাহককে। টেকক্রাঞ্চ।

(ওএস/এসপি/জুন ০৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test