E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আর কোনো মোবাইল ফোন বানাবে না 'নোকিয়া'

২০১৪ এপ্রিল ২৭ ১৩:১৬:২০
আর কোনো মোবাইল ফোন বানাবে না 'নোকিয়া'

নিউজ ডেস্ক : ফিনিশ স্মার্টফোন নির্মাতা নোকিয়া অবশেষে ৭.৫ বিলিয়ন ডলারে মালিকানা হাতবদল হয়ে সফটজায়ান্ট মাইক্রোসফটের মালিকানায় গেল। সব প্রস্তুতি শেষ হয়েছিল আগেই, অপেক্ষা ছিল শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির। কর্তৃপক্ষের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর অবশেষে সম্পন্ন হল সাম্প্রতিক সময়ে প্রযুক্তি জগতের সবচেয়ে ‘হাই-প্রোফাইল ডিল’।

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মালিকানা বদলের ফলে ‘নোকিয়া’ ব্যান্ড নেইমে তৈরি হবে না আর কোনো মোবাইল ফোন।

মাইক্রোসফটের মালিকানায় এখন নেটওয়ার্ক প্রযুক্তি, ম্যাপিং সার্ভিস আর টেকনোলজি ডেভেরপমেন্ট আর লাইসেন্স নিয়েই কাজ করবে সাবেক নোকিয়া।

এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাইক্রোসফট সিইও সত্য নাদেলা বলেন, “আজ নোকিয়াকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের পরিবারে। প্রতিষ্ঠানটির প্রযুক্তি ও সম্পদ আমাদের পরিবর্তনকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

তবে চুক্তির বাইরে রয়ে গেছে নোকিয়ার দুটি ফ্যাক্টরি। এর মধ্যে ভারতের চেন্নাইয়ে অবস্থিত ফ্যাক্টরিটির সম্পদ জব্দ করতে পারে ভারতীয় ট্যাক্স অথরিটি। আর বন্ধ করে দেওয়া হবে দক্ষিণ কোরিয়ার মাসান ফ্যাক্টরি।


(ওএস/অ/এপ্রিল ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test