E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্ধ হচ্ছে ইহাহুর জরুরি পরিষেবা

২০১৪ অক্টোবর ০৩ ০৮:৩২:২৬
বন্ধ হচ্ছে ইহাহুর জরুরি পরিষেবা

নিউজ ডেস্ক : বন্ধ হয়ে যাচ্ছে ইহাহুর ডিরেক্টরি সেবা৷ গত ২ বছরে ৬০টিরও বেশি সেবা বন্ধ করে দিয়েছে ইহাহু৷ গত শুক্রবার একসময়ের জনপ্রিয় ডিরেক্টরি সেবা ছাড়াও ইহাহু এডুকেশন ও কুইকি নামে দুটি সেবা বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ইহাহু৷

এ প্রসঙ্গে ইহাহুর ক্লাউড প্লাটফর্ম গ্রুপের প্রধান ভাইস প্রেসিডেন্ট জে রুসিটার বলেন, ইন্টারনেটের শুরু দিকে জনপ্রিয় সেবা ইহাহু ডিরেক্টরি এ বছরের ৩১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে৷ তিনি আরও জানান, ৩১ ডিসেম্বর এই সেবাটি বন্ধ হয়ে যাবে এবং বিজ্ঞাপন দাতাদের অন্যপ্লাটফর্মে যাওয়ার অনুরোধ করা হবে৷

ইহাহু ডিরেক্টরিকেই ইহাহির ভিত্তি হিসাবে বিবেচনা করা হয়৷ একসময়ে জনপ্রিয় একটি সার্চ টুল ছিল এই ডিরেক্টরি, যাতে গুগলের কী ওয়ার্ড দিয়ে সার্চ রেজাল্ট দেখানোর পরিবর্তে ইন্টারনেটে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর বিভাগ অনুযায়ী তালিকা তৈরি হতো৷

রুশিটার এই ব্লগ পোস্টে জানিয়েছেন, প্রায় দুই দশক আগে মানুষকে ইন্টারনেট ব্যবহারের সুবিধা করে দিতে ওয়েবসাইটের ডিরেক্টরি হিসাবে যাত্রা শুরু হয়েছিল ইহাহুর৷ তিনি বলেন, ‘ইহাহু এখন মোবাইল প্লাটফর্মকে বেশি গুরুত্ব দিচ্ছে ইহাহুর সব সেবাকে আপগ্রেড করা হচ্ছে৷ যার মধ্যে ইহাহু স্পোর্টস ও ফাইনান্সও রয়েছে৷তবে সার্চ, যোগাযোগ ডিজিট্যাল ম্যাগাজিন ও ভিডিও৷ এই ক্ষেত্রগুলোকে ব্যবহারকারীদের বেশ সুবিধা দেওয়া যাবে’৷

(ওএস/অ/অক্টোবর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test