E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুক্রবারই ঢাকার বাইরে গেছে সোয়া ৩৫ লাখ মোবাইল সিম

২০২২ জুলাই ০৯ ১৬:৫৯:৩৪
শুক্রবারই ঢাকার বাইরে গেছে সোয়া ৩৫ লাখ মোবাইল সিম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আপনজনদের সঙ্গে পবিত্র ঈদ উদযাপন করতে ৮ জুলাই রাজধানী ঢাকা ছেড়েছে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি মোবাইল সংযোগ। শনিবার (৯ জুলাই) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, ঢাকা ছাড়া মোবাইল সংযোগের মধ্যে গ্রামীণফোনের ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২টি, রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩টি, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০টি এবং টেলিটকের রয়েছে ১ লাখ ২২ হাজার ৩২৭টি মোবাইল সংযোগ।

এ বিষয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে পাওয়া এই তথ্য। তবে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার পরিবারের অনেক শিশু কিংবা নারী আছেন যারা মোবাইল ব্যবহার করেন না। তাই কতজন ঢাকা ছেড়েছেন এই সিম দিয়ে সেই তুলনা করা যাবে না।

বিটিআরসির গত বছরের ডিসেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি এক লাখ ৩৭ হাজার।

এর মধ্যে গ্রামীণফোনের ৭ কোটি ৯০ লাখ ৩৭ হাজার, রবির ৫ কোটি ৯ লাখ ১ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৫২৩ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৪৯ লাখ ২৭ হাজার।

(ওএস/এসপি/জুলাই ০৯, ২০২২)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test