E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউটিউবে অ্যাডাল্ট কনটেন্ট আসা বন্ধ করার উপায়

২০২২ আগস্ট ২৩ ১২:৫২:১৮
ইউটিউবে অ্যাডাল্ট কনটেন্ট আসা বন্ধ করার উপায়

নিউজ ডেস্ক : ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এর নতুন নতুন ফিচার, বিশেষ করে শর্টসের গ্রাহক এখন কয়েকশ কোটি। সব বয়সী মানুষই ব্যবহার করছেন ইউটিউব। এর মধ্যে শিশুরাও আছে।

অনেক বাবা-মা আছেন শিশুকে ইউটিউবে কার্টুন বা যে কোনো ভিডিও দেখতে দিয়ে নিজেদের কাজ করেন। এসময় বিভিন্ন কন্টেন্ট সাজেস্ট করে ইউটিউব। এরমধ্যে থাকতে পারে অ্যাডাল্ট কনটেন্ট। তাই শিশুদের সুরক্ষার জন্য ইউটিউবে আছে বিশেষ এক ফিচার।

চাইলে যে কোনো প্রাপ্তবয়স্ক বিষয়বস্তুকে ব্লক করে দিতে পারেন সাইটিতে। অনেক সময়ই আমরা দেখতে পাই ভিডিও দেখার সময় আমাদের কাছে বেশ কিছু ‘রেস্ট্রিক্টেড কনটেন্ট’ চলে আসে। এগুলো এড়াতে ইউটিউবের ‘রেস্ট্রিক্টেড মোড’ অন করে রাখতে পারেন।

ডেস্কটপ এবং স্মার্টফোন সব জায়গা থেকেই কাজটি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক ‘রেস্ট্রিক্টেড মোড’ অন করার উপায়। স্মার্টফোনে ‘রেস্ট্রিক্টেড মোড’ অন করতে হলে-

প্রথমে স্মার্টফোন থেকে ইউটিউব অ্যাপটি ওপেন করুন।
এবার সেটিংসে গিয়ে জেনারেল সেটিংসের মেন্যুতে যান।
সেখানেই পেয়ে যাবেন ‘রেস্ট্রিক্টেড মোড’ অপশন। সেটিতে ক্লিক করে টগল টার্ন অন করতে হবে। এতে আলাদা করে বিভিন্ন ডিভাইসের জন্য রেস্ট্রিক্টেড মোড অপশন টার্ন অন করার প্রয়োজন পড়বে না। অন্য যে কোনো ডিভাইস থেকে ইউটিউব খুললে আপনা আপনিই রেস্ট্রিক্টেড মোড সক্রিয় হয়ে যাবে।

ডেস্কটপে ‘রেস্ট্রিক্টেড মোড’ অন করতে হলে-
ডেস্কটপ থেকে ইউটিউব ব্রাউজার করুন।
এরপর উপরের ডানদিকে ব্যবহারকারীর প্রোফাইল আইকনে আলতো করে প্রেস করতে হবে।
প্রোফাইল মেন্যুতে গিয়ে ‘রেস্ট্রিক্টেড মোড’ ক্লিক করতে হবে এবং অপশনটিকে অ্যাক্টিভ করার জন্য রেস্ট্রিক্টেড মোডের ট্যাগটিকে চালু করতে হবে।
এর সঙ্গে ওয়েবের জন্য ‘রেস্ট্রিক্টেড মোড’ও সক্রিয় করা হয়ে যাবে।

তথ্যসূত্র : বিজনেস ইনসাইডার

(ওএস/এএস/আগস্ট ২৩, ২০২২)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test