E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আসছে রিয়েলমি সি-সিরিজের দুর্দান্ত পারফরমেন্স এবং সেরা দামের এন্ট্রি-লেভেল ফোন

২০২২ অক্টোবর ১০ ১৭:০০:৫৭
আসছে রিয়েলমি সি-সিরিজের দুর্দান্ত পারফরমেন্স এবং সেরা দামের এন্ট্রি-লেভেল ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে সি-সিরিজের নতুন ফোন উন্মোচন করতে যাচ্ছে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি। চমৎকার ফিচারসমৃদ্ধ রিয়েলমি সি-সিরিজের এন্ট্রি-লেভেল সেগমেন্টের ফোনগুলো দারুণ স্পেসিফিকেশনের সাথে দামের সমন্বয় বিবেচনায় ইতোমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। এরই ধারাবাহিকতায়, দুর্দান্ত পারফরমেন্স ও সেরা দামের রিয়েলমি সি-সিরিজের নতুন এ ডিভাইসটি এন্ট্রি লেভেলে কড়া পারফরমেন্সের স্মার্টফোন হিসেবে আসছে।

এর আগে উন্মোচিত হওয়া এই সিরিজের সি৩১, সি৩৫ ও সি২৫ওয়াই ডিভাইসগুলো অত্যাধুনিক প্রযুক্তি ও নান্দনিক ফিচার সম্বলিত ফোনের প্রকৃষ্ট উদাহরণ। চমৎকার ডিজাইনের জন্য সম্প্রতি দেশের বাজারে উন্মোচিত হওয়া রিয়েলমি সি৩৫ ডিভাইসটি তরুণদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, রিয়েলমি’র নতুন ডিভাইসটিও একই রকমের হবে; পাশাপাশি এতে চমৎকার পারফরমেন্স নিশ্চিত করার জন্য আছে শক্তিশালী প্রসেসর এবং এই ফোনের আনতুতু স্কোর হবে এন্ট্রি লেভেলের মধ্যে সেরা।

এন্ট্রি-লেভেল সেগমেন্টের ফোনগুলোতে সাধারণত পারফরমেন্সের বিষয়টিকে প্রাধান্য দেয়া হয় না। তবে, এক্ষেত্রে ব্যতিক্রম রিয়েলমি। ব্র্যান্ডটি এ সেগমেন্টের ফোনগুলোর পারফরমেন্সের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায়, স্মার্টফোন প্রস্তুতকারী এ প্রতিষ্ঠানটি এ সেগমেন্টে বেশ কিছু চমৎকার ডিভাইস দেশের বাজারে উন্মোচন করেছে।

বৈশ্বিকভাবে সি-সিরিজের লাইনআপে বেশ কিছু নতুন ফোন উন্মোচন করা হয়েছে; যেগুলোর প্রতিটি ফোনে রয়েছে আকর্ষণীয় ডিজাইন। গুঞ্জন শোনা যাচ্ছে, দুর্দান্ত প্রসেসর ছাড়াও এ ফোনটিতে থাকবে শক্তিশালী ব্যাটারি ও বড় আকারের ডিসেপ্লে। এ সব ফিচারগুলো রিয়েলমি সি-সিরিজের নতুন ডিভাইসটিকে এ সেগমেন্টের সবচেয়ে স্টাইলিশ পারফরমেন্সের ফোনে পরিণত করবে।

(পিআর/এসপি/অক্টোবর ১০, ২০২২)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test