E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রযুক্তি পণ্যে যত ছাড় 

২০২২ নভেম্বর ১৬ ১৫:৪৪:৫৫
প্রযুক্তি পণ্যে যত ছাড় 

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সময় এখন ভিডিও কনটেন্ট, শর্ট ভিডিও, টিকটক, লাইকি, রিলের। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভালো রেজুলেশনের ছবির পাশাপাশি ভিডিও কনটেন্টের চাহিদা বেশ। অ্যাকশন ক্যামেরা থেকে শুরু করে গিম্বল কিংবা প্রয়োজনীয় এক্সেসরিস যদি কিনেন তাহলে আপনার জন্য বেস্ট অপশন হবে দারাজের ১১.১১ আইকনিক এই ক্যাম্পেইন। শুরু হওয়া এই অফারটি চলবে আর কয়েকদিন। তবে ক্যাম্পেইনের বিশাল ডিসকাউন্ট অফারের সুবিধা স্টক থাকা পর্যন্ত ক্রেতারা পাবেন।

প্রযুক্তি ব্র্যান্ড ঝিউন সারাবিশ্বে বেশ পরিচিত একটি নাম। বাংলাদেশেও ঝিউন পণ্যের চাহিদা বেশ। যারা ঝিউনের ক্যামেরা গিম্বল, মোবাইল গিম্বল, ক্রেনের স্টার্ন্ডাড বা কম্বো প্যাকেজ কিংবা ঝিউন লাইট কিনতে চান তারা দারাজের ১১.১১ আইকনিক ক্যাম্পেইন থেকে ৪০% পর্যন্ত ডিসকাউন্টে কিনতে পাবেন। কারণ প্রযুক্তি ব্র্যান্ড ঝিউন বাংলাদেশ সাশ্রয়ী দামে গুণগত মান সম্পন্ন অথোরাইজড পণ্য দিচ্ছে। দারাজ থেকে ঝিউনের পণ্য কিনতে চাইলে অবশ্যই দারাজের ঝিউন ফ্ল্যাগশিপ স্টোর থেকে পণ্য কিনতে হবে। ঝিউন ফ্ল্যাগশিপ স্টোর: https://click.daraz.com.bd/e/_7pCQU

ডিজেআই পণ্য মানেই দারুন কিছু, নতুন কিছু, মানসম্মত কিছু। কারণ ডিজেআইয়ের মোবাইল বা ক্যামেরা গিম্বল অথবা ক্রেন, অ্যাকশন ক্যামেরা, পকেট ক্যামেরা/পকেট ক্রিয়েটর কম্বো বা স্টার্ন্ডাড প্যাক কেনার শখ অনেকের। যারা বাজেট নিয়ে ভাবেন না, পণ্যের মানই যাদের কাছে শেষ কথা তাদের জন্য ডিজেআই সঠিক সিদ্ধান্ত। আজ থেকে দারাজের ১১.১১ ক্যাম্পেইনে ৪০% পর্যন্ত ডিসকাউন্টে ডিজেআই পণ্য কেনার সুবিধা রয়েছে। ডিজেআই ফ্ল্যাগশিপ স্টোর: https://click.daraz.com.bd/e/_6gxBY

ভিডিও কনটেন্টে নতুন কিছু যোগ করা মানেই ইনস্টা। ইনস্টা৩৬০ অ্যাকশন ক্যামেরা এবং ক্যামেরার সব এক্সেসরিজ পাবেন দারাজে ইনস্টা৩৬০ ফ্ল্যাগশিপ স্টোরে। ইনস্টা৩৬০ গো টু এবং ইনস্টা৩৬০ ওয়ানএক্স টু অ্যাকশন ক্যামেরা ছাড়াও ক্যামেরা সংশ্লিষ্ট বিভিন্ন এক্সেসরিজ যেমন- ব্যাগ, সেলফি স্টিক, ব্যাটারি, লেন্স, টাইপড, ক্লিপ, চার্জার রয়েছে দারাজের ইনস্টা৩৬০ ফ্ল্যাগশিপ স্টোরে। ১১.১১ ক্যাম্পেইনে ইনস্টার সব পণ্যে ৪০% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। ইনস্টা ফ্ল্যাগশিপ স্টোর: https://click.daraz.com.bd/e/_6vpvL

(পিআর/এসপি/নভেম্বর ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test