E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুপার ক্রুজার বাইক আনছে রয়্যাল এনফিল্ড

২০২৩ জানুয়ারি ১৫ ১৫:১৪:৫৪
সুপার ক্রুজার বাইক আনছে রয়্যাল এনফিল্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রতি তিন মাসে একটি বাইক বাজারে নিয়ে আসে জনপ্রিয় বাইক সংস্থা রয়্যাল এনফিল্ড। তারই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই আসছে রয়্যাল এনফিল্ড-এর ফ্ল্যাগশিপ ক্রুজার বাইক সুপার ক্রুজার মেটেওর ৬৫০।

চালককে বাধাহীন যাত্রার অভিজ্ঞতা দিতে সুপার ক্রুজার মেটেওর ৬৫০-তে দেওয়া হয়েছে একটি ৬৪৮ সিসি প্যারালাল টুইন, এয়ার ও অয়েল কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে। এতে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স।

এছাড়াও ৪৩ মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক ও মনোশক অ্যাবজর্ভার অফার করা হচ্ছে। ব্রেকিংয়ের জন্য় ক্রুজার বাইকটিতে উভয় চাকায় ডুয়েল চ্যানেল এবিএস সহ ডিস্ক ব্রেক রয়েছে। স্টাইলিং এর দিক থেকে সুপার ক্রুজার মেটেওর ৬৫০ অত্যন্ত আকর্ষণীয়। এর ডিজাইন অনেকটা ক্রুজার বাইক মেটেওর ৩৫০ এর মতো।

রয়্যাল এনফিল্ডের এই ফ্লাগশিপ বাইকে রয়েছে এলইডি হেডলাইট, টেললাইট, ইউএসবি চার্জিং পোর্ট সহ নেভিগেশন পড ও ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা। এছাড়াও সংস্থাটি নতুন বাইকটির জন্য নানা অ্যাক্সেসরি প্যাক এবং কালার অপশন অফার করবে। বাইকটি ব্লু, ব্ল্যাক এবং গ্রিন এই তিনটি রং উপলব্ধ। এছাড়া ইন্টারস্টিলার গ্রে এবং ইন্টারস্টিলার গ্রিন এই দুটি রংয়ের অপশনও মিলবে।

সুপার ক্রুজার মেটেওর ৬৫০ বাইকের দাম ভারতে ৩ লাখ ৫০ হাজার টাকা (এক্স-শোরুম) হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ১৬ জানুয়ারি ভারতের বাজারে লঞ্চ করবে বাইকটি। লঞ্চের দিনই জানা যাবে এর দাম।

সূত্র: হিন্দুস্থান অটো

(ওএস/এসপি/জানুয়ারি ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test