E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্ল্যাকবেরি সেবা বন্ধের নির্দেশ বিটিআরসির

২০১৪ মার্চ ১২ ১৮:৪৮:৪৪
ব্ল্যাকবেরি সেবা বন্ধের নির্দেশ বিটিআরসির

স্টাফ রিপোর্টার, ঢাকা : রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় মোবাইল গ্রাহকদের ব্ল্যাকবেরি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। মোবাইল অপারেটররা বলছেন, গ্রাহকদের বিকল্প সেবা নিশ্চিত করে খুব শিগগিরই বন্ধ করে দেওয়া হবে ব্ল্যাকবেরি সেবা কার্যক্রম।

 

বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় ব্ল্যাকবেরি সেবায়। তাই এর গ্রাহকদের এসএমএস, এমএমএস, যে কোন কথোপকোথনসহ সব ধরনের তথ্যই সংরক্ষিত থাকে নির্দিষ্ট সার্ভারে, যা অন্য কারো পক্ষেই পাওয়া সম্ভব নয়। বাংলাদেশে এ সেবা চালুর শর্ত ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে সংরক্ষিত সার্ভারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার প্রবেশাধিকারের বিষয়টি নিশ্চিত করতে ডিকোডিং সার্ভার স্থাপন করতে হবে। কিন্তু সেটি করতে ব্যর্থ হয়েছেন অপারেটররা। গ্রাহক স্বল্প থাকায় এ দেশে সার্ভার স্থাপনে আগ্রহ নেই এর নির্মাতা দেশ কানাডার।

২০০৮ সালে বেরসকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন এবং ২০১১ সালে এয়ারটেল এই সেবা চালু করে। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা আর সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তি এ সেবার গ্রাহক। তাই তাদের জন্য বিকল্প সেবার কথা চিন্তা করছেন মোবাইল অপারেটররা।

তথ্যের সর্বচ্চো নিরাপত্তা নিয়ে ১৯৯৯ সালে বিশ্ব বাজারে আসে ব্ল্যাকবেরি। দশ বছর পর বাংলাদেশে চালু হলেও বর্তমানে এর নিবন্ধিত গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজারের মতো।

(ওএস/এমএইচ/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test