E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একসঙ্গে দুই বাইক আনলো কাওয়াসাকি

২০২৩ জুলাই ১৮ ১৮:৪৬:৫৯
একসঙ্গে দুই বাইক আনলো কাওয়াসাকি

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বর্তমানে বাইক নির্মাতা সংস্থাগুলোর মধ্যে অন্য়তম জনপ্রিয় সংস্থা হচ্ছে কাওয়াসাকি। এবার একসঙ্গে দুটি বাইক আনলো বাজারে। নতুন দুই মডেলের নাম কাওয়াসাকি কেএক্স৬৫ এবং কাওয়াসাকি কেএক্স১১২।

কাওয়াসাকি কেএক্স৬৫ হলো আকারে অনেকটাই ছোট এবং এই মুহূর্তে সংস্থার সবচেয়ে সস্তার বাইক। বাইকটির ওজন মাত্র ৬০ কেজি। পাওয়ারের জন্য বাইকটিতে রয়েছে ৬৪ সিসি, লিক্যুইড কুলড, টু স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার কারবুরেটেড ইঞ্জিন। এই ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে একটি সিক্স-স্পিড গিয়ারবক্সের সঙ্গে।

এই বাইকটিতে রয়েছে ১৪ ইঞ্চির ফ্রন্ট হুইল এবং ১২ ইঞ্চির রিয়ার হুইল। ৩৩ এমএম টেলিস্কোপিক ফর্কের সঙ্গে ইক্যুইপ করা রয়েছে ইঞ্জিনটি। সেই সঙ্গে রয়েছে একটি মনো-শক রিয়ার সাসপেনশন এবং ফ্রন্ট ও রিয়ার ব্রেক।

অন্যদিকে কাওয়াসাকি কেএক্স১১২ বাইকটি ডিজাইন করা হয়েছে মিড-লেভেল অফ-রোড ক্যাটেগরির জন্য। এই মোটরসাইকেলের দাম ৪.৮৭ লাখ টাকা (এক্স-শোরুম)। লাইম কালার অপশনে পাওয়া যাবে বাইকটি। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ১১২সিসি, ২-স্ট্রোক, লিক্যুইড-কুলড, মিল ফিচারিং এগসস্ট পাওয়ার ভাল্ভ।

বাইকটির ইঞ্জিন পেয়ার করা রয়েছে একটি ৬-স্পিড গিয়ারবক্সের সঙ্গে। সাসপেনশন ডিউটির জন্য রয়েছে অ্যাডজাস্টেবল ৩৬ এমএম ইউসিডি ফর্ক। কাওয়াসাকি কেএক্স১১২ বাইকটিতে থাকছে ১৯ ইঞ্চির ফ্রন্ট এবং ১৬ ইঞ্চির রিয়ার হুইল।

তবে এই বাইক দুটির দেশের রাস্তায় চলার জন্য আইনি অনুমতি নেই। নেই হেডলাইট, টেললাইট, টার্ন ইন্ডিকেটর্স এবং প্রথাগত রোড-স্পেক মোটরসাইকেলের মতো রিয়ার-ভিউ মিররও নেই। ভারতে এই মুহূর্তে কাওয়াসাকির আরও বেশ কয়েকটি বাইক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। নতুন কাওয়াসাকি মোটরসাইকেলের দাম শুরু হচ্ছে ৩ লাখ ১২ হাজার রুপি থেকে (এক্স-শোরুম)। বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ টাকা থেকেই শুরু হবে বাইকগুলোর দাম।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

(ওএস/এসপি/জুলাই ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test