E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৫ আগস্ট সাইবার হামলা হতে পারে: পলক

২০২৩ আগস্ট ১০ ১৮:২৯:১৭
১৫ আগস্ট সাইবার হামলা হতে পারে: পলক

স্টাফ রিপোর্টার : ১৫ আগস্ট বা এর আগে-পরে দেশে সাইবার হামলা হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এটা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ বিষয়ে এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

এসময় পলক বলেন, একটা থ্রেট আছে, এটার বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। আমরা অনেকখানি নিরাপদ থাকবো। আমরা কিন্তু প্রতিনিয়ত সাইবার হামলা মোকাবিলা করছি।

নতুন সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কী উদ্দেশ্যে করেছি সবাই জানেন, ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়া হবে, এজন্য সাইবার নিরাপত্তা দরকার। আমাদের ডেটা সুরক্ষায় আইন দরকার। এর মাধ্যমে ক্রিমিনাল অফেন্স মোকাবিলা করবো। এশিয়া ও ইউরোপীয় অনেক দেশ দেখে এটা করা হয়েছে। প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে এটা করেছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন।

(ওএস/এসপি/আগস্ট ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test