E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টুইটারে খবর পড়ার নতুন নিয়ম আনছেন ইলন মাস্ক

২০২৩ আগস্ট ২৪ ১৩:৩৯:০১
টুইটারে খবর পড়ার নতুন নিয়ম আনছেন ইলন মাস্ক

নিউজ ডেস্ক : টুইটারের মালিকানা ইলন মাস্ক হাতে নেওয়ার পর থেকেই একের পর এক বদল আসছে সাইটটিতে। কিছুদিন আগেই গ্রাহকদের ইলন মাস্ক জানিয়েছে টুইটারে খবর পড়তে হলে টাকা লাগবে ব্যবহাকারীদের। অর্থাৎ সাবস্ক্রিপশনের পরই তারা এই প্ল্যাটফর্মে দেশ-বিদেশের বিভিন্ন পোর্টালের খবর পড়তে পারবেন।

এবার নিয়ে এলো নতুন ঘোষণা, এখন থেকে টুইটারে খবরের শিরোনাম দেখা যাবে না। অর্থাৎ, সংবাদমাধ্যমগুলো আগের নিয়মে আর এই প্ল্যাটফর্মে খবর পোস্ট করতে পারবে না। এতদিন কোনো খবরের লিংক সেখানে পোস্ট করলে ছবি এবং তার নিচে খবরের শিরোনামটি দেখায়। কিন্তু এবার আর শিরোনাম দেখা যাবে না।

মূলত টুইটে যাতে জায়গা কম লাগে, সেই জন্যই এই সিদ্ধান্ত। অর্থাৎ হেডলাইন না থাকলে টুইটটি জায়গা কম নেবে। ফলে টাইমলাইনে বেশি পরিমাণ টুইট একসঙ্গে দেখা যাবে। নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, তাহলে কীভাবে দেখাবে সংবাদের পোস্টগুলো?

নতুন নিয়ম চালু হলে, খবরের ইউআরএলটি টুইটারে পোস্ট করলে সেই লিংক এবং খবরে দেওয়া ছবিটি দেখাবে। কিন্তু ছবির নিচের শিরোনামটি দেখা যাবে না। লিংকে ক্লিক করলেই ওয়েবসাইটে ঢুকে যেতে পারবেন। তবে একান্তই কোনো সংবাদমাধ্যম যদি হেডলাইনটি জানাতে চান, তাহলে ম্যানুয়ালি তা লিখে পোস্ট করতে হবে ইউআরএলটির উপরে। অর্থাৎ কোনো খবরের শিরোনাম জানতে হলে ছবি ও লিংকের উপরে চোখ রাখতে হবে ব্যবহারকারীদের।

তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে

(ওএস/এএস/আগস্ট ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test