E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অ্যাপলের নতুন ওয়াচের দাম কত?

২০২৩ সেপ্টেম্বর ১৫ ১৭:০৫:৫৮
অ্যাপলের নতুন ওয়াচের দাম কত?

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাজারে এলো বহুল প্রতীক্ষিত আইফোন ১৫। গত ১২ সেপ্টেরম্বর অ্যাপল পার্কে ওয়ান্ডারলাস্ট ইভেন্টে লঞ্চ করলো আইফোন ১৫ সিরিজ। আইফোন ১৫ সিরিজে চারটি ফোন এনেছে অ্যাপল। এগুলো হলো-আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স লঞ্চ করেছে অ্যাপেল।

আইফোন ছাড়াও এদিন নতুন ওয়াচ সিরিজ ৯ এবং ওয়াচ আলট্রা ২ সামনে এনেছে সংস্থাটি। নেক্সট জেনারেশন ওয়াচ সিরিজ ৯’র একাধিক মডেল লঞ্চ করেছে অ্যাপল। এই প্রথম অ্যাপল তার স্মার্টওয়াচের জন্য ইনডেক্স ফিঙ্গার ও থাম্ব ফর ট্রু হ্যান্ডস সহযোগে ডাবল ট্যাপ জেস্চারের মতো ফিচার দিয়েছে। সংস্থার দাবি এক চার্জে ১৮ ঘণ্টা ব্যাটারি লাইফ দিতে পারে এই স্মার্টওয়াচ।

কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই সিরি রিকোয়েস্ট অন-ডিভাইস প্রসেস করা হচ্ছে। সমগ্র হেল্থ ডেটারও অ্যাক্সেস পাবে সিরি। সফটওয়্যার হিসেবে থাকছে ওয়াচওএস ১০ অপারেটিং সিস্টেম। হোমপ্যাড ইন্টিগ্রেশন, ২০০ নিটস ডিসপ্লে ব্রাইটনেস ১ নিট ডিসপ্লে ডিম ফিচারের মতো একাধিক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে ফোনটিতে। এছাড়া দেওয়া হয়েছে ইউ২ আলট্রাওয়াইড-ব্যান্ড চিপ।

ওয়াচ সিরিজ ৯ স্মার্টওয়াচ দুই ধরনের কেসে পাওয়া যাবে। প্রথম অ্যালমুনিয়াম কেস যার দাম শুরু বাংলাদেশি মুদ্রায় ৫৫ হাজার ২৪২ টাকা থেকে এবং স্টেনলেস স্টিল কেস, যার দাম শুরু ৯৩ হাজার ৪০০ টাকা থেকে। অ্যাপল ওয়াচ আল্ট্রা ২-এর দাম বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৮ হাজার টাকা।

স্টারলাইট, সিলভার, মিডনাইট এবং রেড কালার অপশনে অ্যালুমিনিয়াম কেসিংয়ে পাওয়া যাবে। আবার স্টিল ডিজাইনের মধ্যে এতে থাকবে গোল্ড, সিলভার এবং গ্রাফাইট কালার অপশন। এই নতুন প্রজন্মের অ্যাপল স্মার্টওয়াচ ২২ সেপ্টেম্বর থেকে ক্রয় করতে পারবেন গ্রাহকরা। সেদিন থেকেই বিভিন্ন অ্যাপল স্টোর ও অন্যান্য অনলাইন স্টোরগুলো থেকে অর্ডার করতে পারবেন স্মার্টওয়াচটি।

সূত্র: ফোর্বস

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test