E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অ্যান্ড্রয়েডে এবার গুগল মেসেঞ্জার

২০১৪ নভেম্বর ১৩ ১৮:০৮:০৩
অ্যান্ড্রয়েডে এবার গুগল মেসেঞ্জার

নিউজ ডেস্ক : অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য গুগল এবার নিয়ে এল বিশেষ অ্যাপ গুগল মেসেঞ্জার৷

বুধবার আনুষ্ঠানিক ভাবে এই নয়া অ্যাপ বাজারে নিয়ে এল সার্চ ইঞ্জিন গুগল ৷এই অ্যাপটিতে রয়েছে একগুচ্ছ অত্যাধুনিক পরিষেবা৷ নয়া এই অ্যাপটি ‘ওকে গুগল’ নামের ভয়েস কমান্ডের মাধ্যমেও চলবে বলে জানা গিয়েছে৷ এই ম্যাসেঞ্জার অ্যাপটি প্রি- ইনস্টল করা রয়েছে অ্যান্ড্রেয়েড ৫.০ ললিপপের ভার্সানটিতে৷

তার ফলে গ্রাহকের স্মার্টফোনে ললিপপ ভার্সানটি থাকলেই এই ম্যাসেঞ্জারটি ইনস্টল করা থাকবে আপনার ফোনে৷ এই অ্যাপের মাধ্যমে আপনার প্রিয়জনকে ছবি পাঠানোর পাশাপাশি পাঠাতে পারবেন ভিডিও এবং অডিও ম্যাসেজও৷ তবে প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র অ্যান্ড্রেয়েডেই পাওয়া যাবে নয়া এই অ্যাপ৷ অ্যান্ড্রয়েডের জেলিবিন অ্যাপের পূর্ববর্তী ভার্সানে নয়া এই অ্যাপ লোড করতে কিছু অসুবিধা হতে পারে বলে জানা গিয়েছে৷ অনেকের মতে এই অ্যাপটি হ্যাঙ্গআউটের মত হলেও গুগলের পক্ষ থেকে দাবি করা হয়েছে অতিরিক্ত বেশ কিছু সুবিধা আছে এই অ্যাপে৷

(ওএস/অ/নভেম্বর ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test