E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরিচয় গোপন রেখেই ব্যবহার করা যাবে ফেসবুক!

২০১৪ মে ০২ ১২:৩৩:১২
পরিচয় গোপন রেখেই ব্যবহার করা যাবে ফেসবুক!

নিউজ ডেস্ক : ফেসবুক প্রায় এক বিলিয়নের বেশি উপভোক্তার কাছে জনপ্রিয়তা অর্জনের একটি উদ্যোগ নিল। আর সেই লক্ষ্যেই ফেসবুক ব্যবহারকারীদের জন্য তারা নিয়ে এসেছে একটি নতুন অ্যাপ। যার মাধ্যমকে ইউজাররা নাম-পরিচয় গোপন করেই এই সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ব্যবহার করতে পারবেন।

ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ বার বার বলে এসেছেন, ফেসবুক ব্যবহারকারীদের একটা সত্যিকারের অনলাইন পরিচয় থাকা অবশ্যই প্রয়োজন। কিন্তু, সেই ধারনা থেকে এবার সরে এলেন জাকারবার্গ। কারণ, নতুন এই অ্যাপের মাধ্যমে এখন পরিচয় গোপন রেখেই ফেসবুক ব্যবহার করা সম্ভব হবে।

জাকারবার্গ গত মার্চমাসে এক অনুষ্ঠানে এই বদল আনার কথা ঘোষণা করেছিলেন। এবার তা বাস্তবে রূপ দিতে চলেছেন তিনি। এর ফলে এখন থেকে অজ্ঞাতপরিচয় লগইন চালু হতে চলেছে ফেসবুকে। এতে সুবিধা হল, এখন থেকে কোনও ইউজারকে ফেসবুক ব্যবহারের জন্য তার ব্যক্তিগত ইনফরমেশন দেওয়ার প্রয়োজন পড়বে না।

জনপ্রিয়তা কমছে ফেসবুকের এটা আজকাল সবার জানা। এই পরিচয় গোপন করে ফেক আইডির বিষয়টিকে উসকে দিয়ে কি তবে জনপ্রিয়তা বৃদ্ধির চেষ্টাই করা হচ্ছে?

(ওএস/এটি/মে ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test