E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোবাইল ফোনেই ডিএসএলআর ক্যামেরা

২০১৪ নভেম্বর ২৩ ১৭:২১:৩৮
মোবাইল ফোনেই ডিএসএলআর ক্যামেরা

নিউজ ডেস্ক : ছবি তুলতে খুব ভালোবাসেন। মোবাইলে যে ক্যামেরা রয়েছে তা দিয়ে তেমন ভালো ছবিও তোলা যায় না। তাই ভাবছেন একটা ডিএসএলআর ক্যামেরা কিনে ফেলবেন। আবার মোবাইল ফোনটাও পরিবর্তন করা দরকার। কিন্তু দু’টো প্রয়োজনীয় জিনিস এক সঙ্গে কেনার সামর্থও এখন আপনার নেই।

তবে আর কয়েকটা দিন যদি অপেক্ষা করুন তাহলে মোবাইলের সঙ্গেই ডিএসএলআর ক্যামেরা পেয়ে যাবেন ফ্রি। গল্প নয়, একদম সত্যি। বাজারে এমন একটি আইফোন আনছে জনপ্রিয় প্রতিষ্ঠান অ্যাপেল যেটার সঙ্গে থাকবে ২১ মেগাপিক্সেলের ডিএসএলআর ক্যামেরা। জনপ্রিয় অনলাইন টক শো ‘ডেয়ারিং ফিয়ারবলস’র মাধ্যমে এমনটাই জানা গেছে।

ডেয়ারিং ফায়ারবলস’র জন গ্রাবার বলেন, ‘অ্যাপেলের নেক্সট জেনারেশনের আইফোনে ক্যামেরার গুণগতমান একধাক্কায় অনেকটা বেড়ে যাবে। আইফোনের আগামী ভার্শনে অ্যাপেল টু লেন্স সিস্টেম আনছে। ফোনের পেছনে থাকবে দুটি ক্যামেরার লেন্স। যার ফলে আইফোনে ডিএসএলআরের মতো ছবি তোলা যাবে।’

আগামী বছরের মাঝামাঝি সময়ে অ্যাপেলের এ ফোনটি বাজারে আসবে। তবে ফোনের দাম কত হবে তা এখনো জানানো হয়নি। এতোদিন অ্যাপেলের আইফোন-৬ সিরিজের ফোনগুলোতে ৮ মেগাপিক্সল পর্যন্ত ক্যামেরা ছিল।

(ওএস/অ/নভেম্বর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test