E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইফোন-৬ এর ডিজাইন নকল!

২০১৪ ডিসেম্বর ০৪ ১৪:৪৪:২২
আইফোন-৬ এর ডিজাইন নকল!

ডেস্ক রিপোর্ট : এতদিন শোনা গেছে, অ্যাপলের জনপ্রিয় আইফোন-এর ডিজাইন নকল করা হচ্ছে। অ্যাপলের পক্ষ থেকে এ অভিযোগ বেশ কয়েকবার করা হয়েছে এবং আইফোনের ডিজাইন নকল করার অভিযোগে অ্যাপল অন্য ব্র্যান্ডের বিরুদ্ধে মামলাও করেছে। 

কিন্তু এবার শোনা যাচ্ছে, অ্যাপলের বিরুদ্ধেই নাকি তাদের নতুন আইফোন-৬ স্মার্টফোনটি অন্য একটি ব্র্যান্ডের স্মার্টফোনের ডিজাইন থেকে কপির অভিযোগ উঠেছে।

পিসি ওয়ার্ল্ডে খবরে বলা হয়েছে, চীনের স্মার্টফোন নির্মাতা ডিজিওয়ান বিশ্বে ব্যাপকভাবে পরিচিত না হলেও, তাদের ১০০+ভি৬ মডেলের স্মার্টফোনটির হুবহু সংস্করণ নাকি অ্যাপলের আইফোন-৬। ডিজিওয়ানের দাবি, তাদের ডিজাইনটি আগে করা হয়েছে।

অ্যাপলের বিরুদ্ধে নকলের অভিযোগ এনে ইতিমধ্যে পদক্ষেপও নিয়েছে ডিজিওয়ান। তারা ক্যালিফোর্নিয়ার কিউপারটিনো-তে সেপ্টেম্বরে একটি চিঠিও পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, তাদের ১০০+ভি৬ মডেলের স্মার্টফোনটির পেটেন্ট নকল করা হয়েছে।

অ্যাপল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ডিজিওয়ানের ১০০+ভি৬ মডেলের স্মার্টফোনটির দাম চীনের টাকায় ৭৯৯ ইয়ান যা মাত্র ১২৯ ডলারের সমমূল্যের। অন্যদিকে অ্যাপলের আইফোন-৬ নিতে গেলে খরচ পড়বে কমপক্ষে ৬০০ ডলার।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test