E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সহিংসতা ঠেকাতে মোবাইল অ্যাপ !

২০১৫ জানুয়ারি ২৬ ১৩:৩৪:১০
সহিংসতা ঠেকাতে মোবাইল অ্যাপ !

নিউজ ডেস্ক : চলমান সহিংস পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনতে এবার প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। যারা বিভিন্ন স্থানে বোমাবাজি  এবং বাসে আগুন দিয়ে চলেছে  তাদের ব্যাপারে তথ্য পেতে  একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। মূলত সাধারণ মানুষদের কাছ থেকে চূড়ান্ত সহযোগিতা পেতেই এই অ্যাপটির যাত্রা শুরু হলো।

‘ক্রাউডসোর্স’ নামের এই অ্যাপটিতে একটি ফরম দেয়া আছে। সেখানে মাদক, অগ্নিকাণ্ড, ইভটিজিং, ফরমালিন, সড়ক দুর্ঘটনা, সাইবার ক্রাইমসহ যে কোনো সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে তথ্য ও ছবি আপলোডের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা যাবে।

এ সম্পর্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের জানান, সমাজের সব ধরণের অসঙ্গতির চিত্র প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনে তুলে ধরার জন্যই এই মোবাইল অ্যাপস।

যে কোনো প্রকার তথ্যের সরবরাহকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা ‘ক্রাউডসোর্স’ নামের এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করে নিতে পারবেন।

(ওএস/অ/জানুয়ারি ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test