E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাজারে ঝুঁকিমুক্ত অ্যাপাসার পাওয়ার ব্যাংক

২০১৫ জানুয়ারি ২৯ ১৭:৪৭:১৯
বাজারে ঝুঁকিমুক্ত অ্যাপাসার পাওয়ার ব্যাংক

নিউজ ডেস্ক : স্মার্টফোন ও ট্যাবের চার্জ ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা দূর করতে নতুন দু’টি বহনযোগ্য পাওয়ার ব্যাংক দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স।

অ্যাল্যমিনিয়াম অ্যালয়ে তৈরি উভয় ডিভাইসই ওজনে হালকা ও গড়নে পাতলা হওয়ায় চলতি পথে বহন করতে সমস্যায় পড়তে হয় না।

একইভাবে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করায় বিস্ফোরণের ঝুঁকি নেই। এরমধ্যে তাইওয়ানের অ্যাপাসার ব্রান্ডের বি-৫১০ পাওয়ার ব্যাংক দিয়ে একটি স্মার্টফোনকে তিন বার ফুল চার্জ দেয়া যায়। এর শক্তি ধারণ ক্ষমতা পাঁচ হাজার মিলি অ্যাম্পেয়ার। আর বি-৫২০ মডেলের পাওয়ার ব্যাংকের শক্তি ধারণ ক্ষমতা দ্বিগুণ, ১০ হাজার মিলি অ্যাম্পেয়ার। এটি দিয়ে ট্যাবও চার্জ করা যায়।

উভয় পাওয়ার ব্যাংকে ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দেয়া ও স্থানান্তর করা হয়। অ্যাপসার বি-৫১০ পাওয়ার ব্যাংকের মূল্য এক হাজার ৮৫০ টাকা এবং বি-৫২০ মডেলের দাম ২ হাজার ৯০০ টাকা।

(ওএস/এটিআর/জানুয়ারি ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test