E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যেভাবে উদ্ধার করবেন হ্যাকড ফেসবুক আইডি

২০১৫ ফেব্রুয়ারি ০৪ ২১:৫৩:৩২
যেভাবে উদ্ধার করবেন হ্যাকড ফেসবুক আইডি

নিউজ ডেস্ক : ফেসবুক আডি হ্যাক হয়েছে কিনা তা বোঝার সবচেয়ে সহজ উপায় ফেসবুকে বন্ধু তালিকায় অপরিচিতদের সংখ্যা বেড়ে যাওয়া। হ্যাক হলে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার বন্ধুদের কাছে স্প্যাম ছড়ানোর পাশাপাশি ওই অ্যাকাউন্টে ভায়াগ্রা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্যের বিজ্ঞাপন দেখানো হয়। আপনি যখন আপনার দেয়া পাসওয়ার্ড দিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না তখনই বুঝবেন আইডি হ্যাক হয়ে গেছে।

যেভাবে উদ্ধার করবেন

১. প্রথম ধাপ : এই লিংকে যান https://www.facebook.com/hacked এবং ‘ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন কমপ্রোমাইজড’ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিন।
২. পুরোনো পাসওয়ার্ড দিন।
৩. পুরোনো পাসওয়ার্ড দিলে নতুন একটি পেজ আসবে। সেখানে রিসেট মাই পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন।
৪. নো লংগার অ্যাকসেস টু দিজ লিংকে যান।
৫. নতুন ই-মেইল অ্যাড্রেস দিন।

আপনি যে অ্যাপ্লিকেশন ব্যবহার করেন না এবং অনিরাপদ মনে করেন তা বাতিল করে দিন। নতুন অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় আপনার অ্যাকাউন্ট থেকে কী ধরনের তথ্য চাচ্ছে সে বিষয়টি খেয়াল করুন। অ্যাপ্লিকেশনে যদি অপ্রয়োজনীয় তথ্যও চাওয়া হয় তবে সে অ্যাপ্লিকেশন ইনস্টল করা থেকে বিরত থাকুন। সেটিংসের অ্যাপ পেজে কোন অ্যাপ্লিকেশন কী করেছে সে তথ্যও জানতে পারবেন। এখান থেকে ঝুঁকিপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো বেছে তা বন্ধ করে দিন।

ফেসবুক আইডি নিরাপদে গুরুত্বপূর্ণ পরামর্শ
১. যদি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে মনে সন্দেহও জাগে তবে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে দিতে পারেন।
২. পাসওয়ার্ড পরিবর্তনের আগে বিশ্বাসযোগ্য অ্যান্টিভাইরাস ব্যবহার করে কম্পিউটার স্ক্যান করুন।
৩. মোবাইল ফোন ও ওয়েবের সবখানে এক রকম পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
৪. মাসে একবার অন্তত পাসওয়ার্ডে পরিবর্তন আনুন।
৫. কতক্ষণ ফেসবুক ব্যবহার করেছেন তা পরীক্ষা করে দেখুন।
৬. লগইন নোটিফিকেশন ফিচারটি ব্যবহার করুন এতে কেউ আপনার ফেসবুক হ্যাক করলে মোবাইল ফোনে বার্তা পাবেন।
৭. অনিরাপদ অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে আরেকবার চিন্তা করুন।
৮. অপরিচিতের কম্পিউটারে লগ ইন করার সময় সতর্ক থাকুন।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test