E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ভুলে পাঠানো মেইল ফিরিয়ে আনার উপায়

২০১৪ মে ০৯ ১৫:৪৯:৩৯
ভুলে পাঠানো মেইল ফিরিয়ে আনার উপায়

নিউজ ডেস্ক : আমরা অনেক সময় ই-মেইলে মেসেজ লেখা শেষ না হতেই হঠাৎ সেন্ড বাটনে চাপ লেগে মেইল চলে যায়। অথবা পাঠানোর সময় ভুল ঠিকানায় পাঠিয়ে দেই। কখনো কখনো পাঠানোর পর মনে পড়ে মেসেজে ভুল ছিল। এখন উপায়? পাঠানো মেইলটি কি ফিরিয়ে আনা সম্ভব?

বিব্রতকর এ রকম অবস্থা থেকে ব্যবহারকারীদের সাহায্য করতে রয়েছে গুগলের চমৎকার একটি ফিচার। এটি শুধুমাত্র জিমেইল ব্যবহারকারীদের জন্য। তবে মেইল ফিরিয়ে আনার সিদ্ধান্তটি নিতে হবে ৩০ সেকেন্ডের মধ্যে।

কিভাবে জিমেইলে ভুলে পাঠানো মেইল ফিরিয়ে আনবেন তা নিচে দেয়া হলো-

প্রথমে জিমেইলে লগইন করে উপরের ডান দিক থেকে Settings নির্বাচন করতে হবে।

এখান থেকে Labs ট্যাবে ক্লিক করতে হবে।

এরপর Undo Send অপসনটি সক্রিয়া করে নিতে হবে।

তারপর General ট্যাবে গিয়ে আনডু সেন্ড অপশনের ডানে থাকা মেনু থেকে ৩০ সেকেন্ড নির্বাচন করতে হবে। তারপর পেইজের নিচে থাকা Save Changes চেপে সেটিংসটি সংরক্ষণ করতে হবে।

এর ফলে তাড়াহুড়ো করে সেন্ড বোতাম চাপলেও সর্বোচ্চ ৩০ সেকেন্ড সময়ের মধ্যে মেইল বার্তাটি আবার ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য বার্তা পাঠানোর পরই পর্দার ওপরে মাঝামাঝি জায়গায় থাকা Undo লিংকে ক্লিক করে কাজটি করা যাবে।

(ওএস/এটি/মে ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test