E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘চট্টগ্রামে দেশের প্রথম সাইবার সিটি স্থাপন করা হবে’

২০১৫ ফেব্রুয়ারি ২৬ ১৬:১৫:৪৪
‘চট্টগ্রামে দেশের প্রথম সাইবার সিটি স্থাপন করা হবে’

চট্টগ্রাম প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চট্টগ্রামে বাকলিয়ায় দেশের প্রথম সাইবার সিটি স্থাপন করা হবে।

নগরীতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু-ইনফরমেশন (এটুআই) প্রকল্পের অধীনে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার।

প্রতিমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ জেলা হিসেবে চট্টগ্রামের উন্নয়ন করে একে পূর্ণাঙ্গ ডিজিটাল নগরী হিসেবে গড়ে তুলতে শিগগিরই বাকলিয়ায় ৯৮ একর জায়গার ওপর এ সাইবার সিটি করবে শেখ হাসিনা সরকার। তাছাড়া রাউজান উপজেলার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তিনশ’ একর জায়গার ওপর হাইটেক পার্ক গড়ে তোলা হবে, যা হবে দেশের ডিজিটাল কর্মসূচির অন্যতম অংশীদার।

সরকার বাংলাদেশের অর্থনীতিকে শ্রমনির্ভরের পরিবর্তে মেধানির্ভর অর্থনীতি নির্মাণে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশই তরুণ, যারা দেশের চালিকা শক্তি। ২০০৯ সালের আগে ওয়াইফাই কি জিনিস মানুষ তা বুঝত না। কিন্তু এখন সরকারি প্রতিটি সেক্টরসহ বিভিন্ন এলাকা ওয়াইফাই সুবিধার আওতায় আনা হয়েছে। এর ফলে তরুণরা ইন্টারনেট ব্যবহার করে তিন বছরের মধ্যে ৫৫ হাজার তরুণ-তরুণী ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবে।’

এছাড়া আগামী দু’বছরের মধ্যে দেশের প্রত্যেকটি বিদ্যালয়ে ডিজিটাল কম্পিউটার ল্যাব করা হবে বলে প্রতিমন্ত্রী জানান।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশের সর্বত্র থ্রি-জি নেটওয়ার্কে এখন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করা হচ্ছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test