E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আত্মহত্যা ঠেকাতে ফেসবুকের নতুন টুল

২০১৫ ফেব্রুয়ারি ২৭ ১৪:০৮:২৩
আত্মহত্যা ঠেকাতে ফেসবুকের নতুন টুল

নিউজ ডেস্ক : টুলের মাধ্যমে আত্মহত্যা রুখতে ফেসবুক নিয়ে এসেছে এক নতুন টুল। যা আত্মহত্যার প্রবণতা আটকাতে সাহায্য করবে বলে বলে আশা করা হচ্ছে। তবে বর্তমানে এই টুলটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই চালু।

নিবিড় পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে দেখা যায় যে, মানসিক ভারসাম্যহীনতার কারণে ৮৭ থেকে ৯৮ শতাংশ আত্মহত্যা সংঘটিত হয়। এছাড়াও আত্মহত্যাজনিত ঝুঁকির মধ্যে অন্যান্য বিষয়ও রয়েছে। তার মধ্যে- নেশায় আসক্তি, জীবনের উদ্দেশ্য খুঁজে না পাওয়া, আত্মহত্যায় পারিবারিক ঐতিহ্য অথবা মাথায় আগেকার আঘাত অন্যতম প্রধান উপাদান।

তাই নিজেকে শেষ করে দেয়ার এই সর্বনাশা প্রবণতা আটকাতেই নতুন টুল এনেছে ফেসবুক। ফেসবুক ব্যবহারকারীরা অনেক সময়ই তাদের অবসাদের কথা এই সোশ্যাল সাইটের ওয়ালে তুলে ধরেন। অনেক সময় ফেসবুকে তার বন্ধু-বান্ধবরা এই অবসাদগ্রস্ততার কথা বুঝতে পারলেও, তাদের চট করে কিছু করার থাকে না। এসব দিক মাথায় রেখেই ফেসবুকের নতুন এ টুল।

এই টুলের সাহায্যে ফেসবুকের কোনো বন্ধু আত্মঘাতী হওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা করছে বলে আপনি বুঝতে পারলেই, নির্দিষ্ট একটি বাটনে ক্লিক করতে পারেন। আপনার সেই বন্ধু লগইন করার সঙ্গে সঙ্গেই ফেসবুকের পক্ষ থেকে মেসেজ পাবেন। যাতে তার কী সমস্যা তা জানতে চাওয়া হবে। তার সঙ্গে যোগাযোগ করবেন ফেসবুক টিমের নিজস্ব মনোবিদও। এসবের সাহায্যে তার আত্মহত্যার প্রবণতা কাটিয়ে তুলতে সাহায্য করা হবে।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test