E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এক চার্জে চলবে হাজার কিলো !

২০১৫ মার্চ ০৬ ১০:৫৯:৩৭
এক চার্জে চলবে হাজার কিলো !

নিউজ ডেস্ক : ‘জেনেভা মটর শো’তে সম্প্রতি নতুন ধরনের ২০০ কিলোমিটার গতির বৈদ্যুতিক শক্তিচালিত গাড়ি এনে সবাইকে অবাক করে দিয়েছে জার্মান গাড়ি নির্মাতা কোয়ান্টিনো। গাড়িটিতে ব্যবহৃত হয়েছে ন্যানো-ফ্লোসেল প্রযুক্তি, যা মূলত গাড়িটিকে এক চার্জে এক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রমে সাহায্য করবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে মটরিডস।

‘জেনেভা মটর শো’তে বিশ্বের যাবতীয় বিখ্যাত গাড়ি নির্মাতারা তাদের নির্মিত সর্বশেষ মডেলের গাড়ি নিয়ে হাজির হয়। আর এ শোতেই সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিচালিত গাড়িটি এনে সবাইকে অবাক করে দিয়েছে জার্মান এ গাড়ি নির্মাতা।

রাস্তায় ধোঁয়া ও শব্দ না হওয়ায় পরিবেশ দূষণও কম হয় বৈদ্যুতিক গাড়ির। আর তাই সরকারের দেওয়া নানা প্রণোদনায় বৈদ্যুতিক গাড়ি সারা বিশ্বেই ক্রমে বাড়ছে।গাড়িটি বাজারে আসলে এর দাম কেমন হবে তা এখনও জানায়নি নির্মাতারা।

(ওএস/অ/মার্চ ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test