E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাইক্রোসফটকে সহযোগিতা করবে বিসিএস

২০১৫ মার্চ ২৯ ১৬:৪৬:১১
মাইক্রোসফটকে সহযোগিতা করবে বিসিএস

স্টাফ রিপোর্টার : মাইক্রোসফট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ‘জেনুইন সফটওয়্যার’ ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাথে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) হয়েছে।

শনিবার রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টারে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির এবং বিসিএস-এর প্রেসিডেন্ট এ এইচ এম. মাহফুজুল আরিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের এন্টি-পাইরেসি ম্যানেজার শারমিন চৌধুরী ও বিসিএস-এর সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম।

চুক্তির আওতায়, বিসিএস ও মাইক্রোসফট সরকারের প্রধান স্টেকহোল্ডারদেরকে সাথে নিয়ে একটি গভর্নমেন্ট সফটওয়্যার লিগালাইজেশন প্ল্যান তৈরিতে যৌথভাবে কাজ করবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সর্বত্র প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করতে বিসিএস মাইক্রোসফটকে সহযোগিতা করবে। এছাড়া আইসিটির ক্ষেত্রে এবং ‘এন্টি পাইরেসি’কে উৎসাহিতকরণ, ‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস ল’ ও ‘সাইবার সিকিউরিটি’ সচেতনতা সৃষ্টিতে আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, কপিরাইট অফিস, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ টেলিকম অথরিটির মত প্রধান স্টেকহোল্ডারগুলোর সহযোগিতায় বিসিএস মাইক্রোসফটের পার্টনার হিসেবে কাজ করবে।

এই সময় আরও জানানো হয়, সরকারি ও কর্পোরেট কর্মক্ষেত্রে নারী নেতৃত্ব ও নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে প্রধান প্রধান সরকারি সংস্থাগুলোর সাথে কাজ করতে মাইক্রোসফটকে সহযোগিতা করবে বিসিএস।

(ওএস/এটিআর/মার্চ ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test