E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্যান্ডি ক্রাশ ভয়ঙ্কর!

২০১৫ এপ্রিল ১৬ ১১:১৭:২৩
ক্যান্ডি ক্রাশ ভয়ঙ্কর!

নিউজ ডেস্ক : স্মার্টফোন যাদের রয়েছে তারা কমবেশি প্রত্যেকেই মোবাইলে গেল খেলতে অভ্যস্ত৷ কিন্তু এই নেশা ক্ষতিকর হতে পারে আপনার আঙুলের জন্য৷ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ২৯ বছরের এক যুবক এর ভুক্তোভুগি৷

স্মার্টফোনে ক্যান্ডি ক্রাশ গেম খেলার নেশা হয়ে যায় ওই যুবকের৷ এই কারণে সে ঘন্টার পর ঘন্টা এই গেম খেলতে থাকে৷ অতিরিক্ত পরিমাণে গেম খেলায় যুবকের অজান্তে তার বুড়ো আঙুলের একটি টিস্যু ফেটে যায়৷

জানা গিয়েছে, ওই যুবক ছয় থেকে আট সপ্তাহ নিয়মিত ক্যান্ডি ক্রাশ খেলতে থাকে ফলে একসময় তার আঙুল অসাড়(অবশ) হয়ে পড়ে৷ বেগতির দেখে চিকিৎসকের দ্বারস্থ হয় ওই যুবক৷ চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর বুঝতে পারে তার অস্ত্রপচারের প্রয়োজন৷

ওই চিকিৎসক জানিয়েছেন, ভিডিও গেম আঙুলের মাংসপেশির উপর এমন প্রভাব ফেলে আঙুল ব্যথার কারণে অসাড় হয়ে যায়৷ ক্রমাগত যারা গেম খেলের তারা ব্যথা অনুভবও করতে পারেননা৷

গবেষকদের মতে, গেম খেলার নেশায় মানুষ তার শারীরিক ব্যথার অনুভূতি হারিয়ে ফেলেন৷ চিকিৎসকদের মতে দিনে ৩০ মিনিটের বেশি গেম খেলা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক৷

কিং ডিজিটাল এন্টারটেইনমেন্টের তৈরি ক্যান্ডি ক্রাশ গেমটি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়৷ প্রায় দেড় কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই গেমটি মোবাইলে ডাউনলোড করেছেন৷

প্রাথমিক ভাবে এই গেমটিকে ফেসবুকে লঞ্চ করা হয়েছিল৷ তবে দিনে দিনে এটির বাড়তি জনপ্রিয়তার কারণেই বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে বাজারে আনা হয়৷

(ওএস/অ/এপ্রিল ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test