E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ লিপ সেকেন্ড

২০১৫ জুন ৩০ ১১:১৬:০৪
আজ লিপ সেকেন্ড

নিউজ ডেস্ক : লিপ ইয়ারের সঙ্গে আমরা পরিচিত হলেও লিপ সেকেন্ডের সঙ্গে নই। আজ ৩০ জুন ঘটতে চলেছে লিপ সেকেন্ড। অন্যান্য দিনের চেয়ে ১ সেকেন্ড বেশি হবে আজকের দিনটি। কাজেই আজ রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডের পরে আরো এক সেকেন্ড অপেক্ষা করতে হবে পহেলা জুলাইয়ের জন্য।

ইন্টারন্যাশাল আর্থ রোটেশন সার্ভিসের বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর আহ্নিক গতি প্রতিদিন সেকেন্ডের ২ হাজার ভাগ কমে যাচ্ছে। সেই কারণেই হিসাব ঠিক রাখতে ২০১৫ সালের জুন মাসের ৩০ তারিখে অতিরিক্ত ১ সেকেন্ড যোগ করা হবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞান ড্যানিয়েল ম্যাকমিলান বলেন, পৃথিবীর গতি একটু ধীর হচ্ছে। তাই কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম বা ইউটিসি এবং অ্যাটমিক টাইম একই রাখতে ইউটিসি-তে ১ সেকেন্ড যোগ হবে।
৩০ জুন ২৩:৫৯:৫৯-এর পর হবে ২৩:৫৯:৬০। এবং তার পরে হবে 00 00:00:00 অর্থাৎ পরের দিন, ১ জুলাই।

তবে লিপ সেকেন্ড যোগ করার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এরকম ঘটনা ঘটেছে ২৫ বার। ১৯৭২ সালে এরকম লিপ সেকেন্ড প্রথমবার যোগ করা হয়েছিল।

(ওএস/পিবি/জুন ৩০,২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test