E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেরা ১৫টি স্মার্টফোন

২০১৫ জুন ৩০ ১৯:৩০:২৮
সেরা ১৫টি স্মার্টফোন

নিউজ ডেস্ক : ঈদকে সামনে রেখে নতুন স্মার্টফোনের জন্যে বাজেট করছেন অনেকে। এখানে দেখে নিন ১৫ হাজার টাকার মধ্যে সেরা ১৫টি ফোনের খবর।

১. মটোরলা মটো ই ডুয়াল : দাম ১০,২০০ টাকা থেকে ১০,৫০০ টাকা। ললিপপ ৫.১-এ আপগ্রেডের সুযোগ আসতে পারে। ৪.৩ ইঞ্চি পর্দা, আছে ১ জিবি র‍্যাম।

২. স্যামসাং গ্যালাক্সি কোর প্রাইম : এর দাম পড়বে ১২,৯৯০ টাকা। আছে ফক্স লেদার ব্যাক, গড় মানের প্রসেসর এবং জিপিইউ। ৪.৫ ইঞ্চি পর্দার ফোনে র‍্যাম ১ জিবি।

৩. মাইক্রোম্যাক্স ক্যানভাস হিউ : দাম ১৪,৯৯০ টাকা। এতে আছে ৩০০০ এমএএইচ ব্যাটারি, শক্তপোক্ত দেহ আর ২৯১ পিপিআই কালার ডিসপ্লে।

৪. লাভা আইরিশ এক্স৮ : এর দাম ১৩,৪৫০ টাকা। অ্যান্ড্রয়েড ললিপপে আপগ্রেড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে আছে ড্রাগন টেইল ডিসপ্লে প্রোটেকশন। এলইডি ফ্ল্যাশের ক্যামেরাও আছে। ১ জিবি এবং ২ জিবি র‍্যামে পাওয়া যাবে ফোনটি।

৫. আসুস জেনফোন ৫ : এর দাম পড়বে ১৪,৫০০-১৪,৯৯০ টাকা। দারুণ মানের একটি ফোন। পর্দা অধিক শক্তিশালী। ২ জিবি র‍্যাম রয়েছে।

৬. সিম্ফনি এক্সপ্লোরার জেডভি১ : মূল্য ১৪,৯৯০ টাকা। অনেক পাতলা দেহ, মাত্র ৬.৮৫ মিলিমিটার। র‍্যাম রয়েছে ২ জিবি এবং ক্যামেরা ৮ মেগাপিক্সেল।

৭. অপ্পো নিও ৫ : দাম ১৫,০০০ টাকা। এর হার্ডওয়্যার দারুণ। কালার ওএস ভি১.৪ রয়েছে এতে। এর পর্দা ৪.৫ ইঞ্চি, ক্যামেরা ৫ মেগাপিক্সেল।

৮. মাইক্রোসফট লুমিয়া ৫৪০ : দাম ১৩,৯৯৯ টাকা। উইন্ডোজ ১০ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ব্যাক কাভার দারুণ শক্তিশালী।

৯. সিম্ফনি এক্সপ্লোরার এইচ১৫০ : দাম পড়বে ১০,৫৯০ টাকা। ৪০০০ এমএএইচ ব্যাটারিটি ওজনদার নয়। মেটাল দেহ রয়েছে।

১০. অ্যালকাটেল ওয়ানটাচ আইডিওএল এক্স : দাম ১৪,৯৯৯ টাকা। বেশ চালু প্রসেসর, দেহটাও বেশ পাতলা। কালার ডেনসিটি ৪৪১ পিপিআই।

১১. ওয়ালটন প্রিমো আরএক্স৩ : দাম পড়বে ১৩,৯৯০ টাকা। ডেভেলপার সাপোর্ট ফোনটির প্রসেসর ১.৭ গিগাহার্জ অক্টাকোর। দেহটি মেটাল।

১২. জিয়াওমি রেডমি ২ : দাম নেবে ১৪,৫০০-১৪,৮০০ টাকা। ১.৪ মাইক্রোমিটার পিক্সেল সাইজের দারুণ একটি ক্যামেরা রয়েছে এতে। পর্দাটি ঝকঝকে। কোয়ালকম চিপসেট রয়েছে। আর থাকছে ২ জিবি র‍্যাম।

১৩. জিওনি পায়োনিয়ার পি৬ : দাম ১১,৯৯৯ টাকা। স্মার্ট ডিজাইন এবং ভালো পারফরমেন্সের ফোন।

১৪. হুয়াউই অনার হোলি : দাম ১২,৭৫০ টাকা। হার্ডওয়্যারটি উন্নতমানের। ক্যামেরাটি ভালো। রয়েছে ইমোশন ইউআই ২.৩।

১৫. এইচটিসি ডিজায়ার ৫২৬জি : দাম ১৪,৩০০-১৪,৭০০ টাকার মধ্যে। ওএস কিটক্যাট রয়েছে। ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল। দারুণ ডিজাইন, ভালো ক্যামেরা আর ভালো পর্দা।

(ওএস/অ/জুন ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test