E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সর্বাধিক লাইক পাবার সহজ উপায়

২০১৫ জুলাই ০৫ ২১:৩১:০৫
সর্বাধিক লাইক পাবার সহজ উপায়

নিউজ ডেস্ক : বিস্তর মাথা খাটিয়ে ফেসবুকে একটি পোস্ট করলেন। কমেন্ট, ছবি, ভিডিও ইত্যাদি। তৃপ্ত মেজাজে অপেক্ষা করছেন, Like-এর বন্যা শুরু হল বলে। কিন্তু গতবারের মতোই প্রাপ্তি সেই হতাশা। ঘণ্টার পর ঘণ্টা কাটলেও Like আর জোটে না। এত কসরতের পর Like-এর সংখ্যা বড় জোর ১০টি। ‘ভাঙা মন’ নিয়ে পোস্ট করাই বন্ধ করে দিলেন।

তবে এবার আর হতাশ হতে হবে না। একটি বিশেষ সময়ে কোনও কিছু পোস্ট করলে লাইক আর কমেন্টে ছয়লাপ হবেই আপনার ফেসবুক পোস্ট। সেই নির্দিষ্ট সময়েরই হদিশ দিল সাম্প্রতিক একটি সমীক্ষা। সমীক্ষার দাবি, ওই সময়ের মধ্যে আপনি ফেসবুকে কিছু পোস্ট করলে আশানুরূপ লাইক কেউ আটকাতে পারবে না। ফেসবুকে বিভিন্ন পোস্টে Like-এর প্রবণতা নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা চালায় মার্কিন সংস্থা লিথিয়াম টেকনোলজিস। সেই সমীক্ষাতেই মিলেছে ফেসবুক-এ লাইক পাওয়ার সঠিক সময়ের হদিশ। কোন সময়ে পোস্ট করলে বেশি Like পাওয়া যায়?

সমীক্ষার রিপোর্ট বলছে, ফেসবুক-এ কোনও কিছু পোস্ট করার আদর্শ সময় হল সপ্তাহের কাজের দিন। রিপোর্ট বলছে, সপ্তাহের কাজের দিনগুলিতে, বিশেষ করে অফিস টাইমে আপনি নিজের ফেসবুক-দেওয়ালে কিছু পোস্ট করলে Like-এর সংখ্যা বাড়বেই। তবে অফিস টাইম পেরিয়ে গেলে আবার পোস্ট করার সঠিক সময় হল সন্ধ্যা ৭টা থেকে ৮টা।

অনেকেই ভাবেন, ছুটির দিন বা সপ্তাহ শেষে ফেসবুক-এ কিছু পোস্ট করলে বেশি Like ও Share হয়। সমীক্ষা রিপোর্ট বলছে, এই ধারণা একেবারেই ভুল। সবচেয়ে কম Like পাওয়া যায় শুক্রবার রাতে। তাই শুক্রবার রাতে কিছু পোস্ট করবেন বলে ভাবলে, সোমবার দুপুর পর্যন্ত অপেক্ষা করারই পরামর্শ দিচ্ছে সমীক্ষা।

অবশ্য কোনও পোস্টের তৎক্ষণাৎ মতামত পেতে ফেসবুক-এর থেকে টুইটার-কেই এগিয়ে রাখছেন লিথিয়াম টেকনোলজিস-এর গবেষকরা। তাঁরা বলছেন, ‘ফেসবুক-এ কোনও পোস্টের প্রতিক্রিয়া পেতে কমপক্ষে ২ থেকে ৩ ঘণ্টা লাগে। সেখানে টুইটার-এ প্রতিক্রিয়া পাওয়া যায় আধ ঘণ্টার মধ্যেই।’

(ওএস/পি/জুলাই ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test