E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘এখনই দেশব্যাপী ফোর-জি চালু করে দেওয়া প্রয়োজন’

২০১৫ জুলাই ০৯ ১৬:৩৪:৪৭
‘এখনই দেশব্যাপী ফোর-জি চালু করে দেওয়া প্রয়োজন’

স্টাফ রিপোর্টার : দ্রুত ফোর-জি প্রযুক্তি চালু করতে বললেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, এখনই এ প্রযুক্তি দেশব্যাপী চালু করে দেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার বিকেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ে গিয়ে তাদের সঙ্গে এক মত বিনিময় সভা ও সমঝোতা স্বারক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান।

মুস্তফা কামাল বলেন, ফোর জি কেন ওপেন হচ্ছে না, তথ্য প্রযুক্তির স্বার্থে এটাকে ওপেন করে দেওয়া দরকার। দ্রুত এ সেবা শুরু করতে হবে।

‘আজ আইসিটি মন্ত্রণালয় পরিদর্শন করলাম, পর্যায়ক্রমে অন্য মন্ত্রণালয়েও যাবো। সবার চাহিদার কথা শুনবো, বিভিন্ন বিষয় ও সমস্যা বের করবো’।

তিনি আরও বলেন, নতুন যে সব প্রকল্প এসেছে বছরের প্রথম দুই মাসের মধ্যেই যেন প্রকল্পগুলো অনুমোদন দেওয়া যায়। এতে করে এর বাস্তবায়ন যথা সময়ে হবে।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সচিব শ্যাম সুন্দর সিকদার, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হুমায়ন খালিদ প্রমুখ।

(ওএস/এএস/জুলাই ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test