E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেসবুকে প্রিয়-অপ্রিয় বিষয়ে নতুন নিয়ন্ত্রণ

২০১৫ জুলাই ১০ ১২:২০:০৭
ফেসবুকে প্রিয়-অপ্রিয় বিষয়ে নতুন নিয়ন্ত্রণ

স্টাফ রিপোর্টার :নিউজ ফিডে নতুন অপশন যোগ করেছে সর্ববৃহৎ সোশাল মিডিয়া ফেসবুক। এর মাধ্যমে বিরক্তিকর মানুষদের হাত থেকে রক্ষা পাবেন ব্যবহারকারীরা। সেইসঙ্গে মজার মজার উপাদানও খুঁজে পাবেন তারা।

নতুন এই উপাদানটি 'সি ফার্স্ট' শব্দটি যোগ করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা যা দেখতে চান তারই সরবরাহ পাবেন। এ ক্ষেত্রে ব্যবহারকারীরা তার পছন্দসই ব্যবহারকারীর কাছ থেকে নিয়মিত নিউজ ফিড পাবেন। এর মাধ্যমে নতুন নতুন পেজও খুঁজে পাওয়া যাবে। আবার যাদের পছন্দ হচ্ছে না তাদের অতি সহজ উপায়ে আনফলো করা যাবে।

নতুন অপশনটি ইতিমধ্যে আইওএস অ্যাপে আপডেটের মাধ্যমে চলে এসেছে। খুব দ্রুত অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপে চলে আসবে বলে জানায় ফেসবুক।

ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দের ওপর ভিত্তি করে এর পর থেকে স্বয়ংক্রিয়ভাবে নিউ ফিড আসতে থাকবে। এর সঙ্গে ব্যবহারকারীও তার পছন্দকে জুড়ে দিতে পারবেন।

'সি ফার্স্ট' অপশনে গিয়ে ব্যবহারকারীরা একটি তালিকা থেকে তার মনের মতো পেজ বা প্রোফাইল পছন্দ করে নিতে পারবেন।

এর সঙ্গে আলাদা একটি ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে আরো সহজে প্রোফাইল বা পেজকে 'আনফলো' করা যাবে। তাদের 'আনফ্রেন্ড' না করেও নিউজ ফিডে অদৃশ্য রাখা যাবে। সূত্র : ইনডিপেনডেন্ট

(ওএস/এসসি/জুলাই১০,২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test