E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

 

একদিনে একশ কোটি!

২০১৫ আগস্ট ২৮ ১৫:২৫:২১
একদিনে একশ কোটি!

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রায় দেড়শ’ কোটি মানুষকে প্রতিনিয়ত সংযুক্ত করে রাখছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক। এর মাধ্যমে অনেকেই খুঁজে পাচ্ছেন বছরের পর বছর যোগাযোগ না থাকা স্বজনদের।

 

যোগাযোগের এ প্রক্রিয়ায় যুক্ত হওয়া মানুষগুলোর ভাব আদান-প্রদানের মধ্য দিয়ে সম্প্রতি রেকর্ড গড়েছে ফেসবুক। রেকর্ডটি গড়তে প্রায় এক যুগ অপেক্ষা করতে হয়েছে ২০০৪ সালে যাত্রা শুরু করা সামাজিক যোগাযোগের এ মাধ্যমটির।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক পোস্টে প্রতিষ্ঠাতা জুকারবার্গ জানান, একদিনে একশ’ কোটি মানুষ লগ-ইন করে রেকর্ড গড়েছে ফেসবুক। অর্থাৎ বিশ্বের প্রতি ৭ জনে ১ জন। যা ফেসবুকের ইতিহাসে প্রথম।

পোস্টে তিনি লেখেন, এই প্রথমবার আমরা মাইলস্টোন স্পর্শ করলাম। পৃথিবীকে সংযুক্ত করার এটি শুরু মাত্র।

সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী প্রতিমাসে একশ’ ৪৯ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। আর ওইদিন প্রতি তিনজন ব্যবহারকারীর মধ্যে দুইজন লগইন করেছিলেন।

(ওএস/এএস/আগস্ট ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test