E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশের রেডিও নিয়ে মোবাইল অ্যাপ

২০১৫ আগস্ট ২৯ ১৯:৩১:১২
বাংলাদেশের রেডিও নিয়ে মোবাইল অ্যাপ

নিউজ ডেস্ক : দেশে কিংবা বিদেশে, বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, বাংলাদেশকে রাখুন হাতের মুঠোয়! সারাক্ষণ মেতে থাকুন গান, আড্ডা আর বিনোদনে।

প্রতি মুহূর্তের খবর শুনেও নিজেকে রাখুন আপডেট। আর এসবই আপনি পাবেন মাত্র একটি মোবাইল-অ্যাপের মাধ্যমে।

‘বাংলা রেডিও’ নামে একটি অ্যাপ আপনাকে দিচ্ছে বাংলাদেশের ৭০টি এফএম ও অনলাইন রেডিও লাইভ শোনার সুযোগ।

দেশি-বিদেশি গান, সংবাদ, সংবাদ-বিশ্লেষণসহ বিনোদনমূলক নানা অনুষ্ঠান উপভোগ করতে, আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এখনই ডাউনলোড করে নিন ‘বাংলা রেডিও’।

অ্যাপটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অলমিডিয়ালিঙ্ক লিমিটেড’ সম্প্রতি বাংলা রেডিও গুগল প্লে-স্টোরে উন্মুক্ত করেছে।

এ বিষয়ে নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠানটির অন্যতম ম্যানেজিং পার্টনার ডেইজি হ্যামিলটন বলেন, আমি জানি বাংলাদেশের মানুষ সঙ্গীতপ্রেমী। সেইসঙ্গে তারা সবসময় তথ্যও জানতে চান। তাই আমাদের প্রতিষ্ঠান এ অ্যাপটি তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির কনটেন্ট ডেভেলপমেন্ট ম্যানেজার ফারজানা মৌ বলেন, মাত্র কয়েক মেগাবাইটের এ অ্যাপটি স্মার্টফোনে ডাউনলোড করে নিলে সারাক্ষণ গান আর ক্রিকেটসহ সবকিছুর লাইভ আপডেট শুনতে পারবেন শ্রোতারা।

আমি মনে করি, গুগল প্লে-স্টোরে যতগুলো রেডিও অ্যাপ রয়েছে, তার মধ্যে এটিই সেরা। কারণ, এতে যুক্ত হয়েছে বাংলাদেশের সবগুলো রেডিও। আর এটি ইউজার-ফ্রেন্ডলি, যোগ করেন মৌ।

ক্লিক :

(ওএস/এএস/আগস্ট ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test