E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরিবর্তন আসছে ফেসবুকের প্রাইভেসিতে

২০১৪ মে ২৬ ১৮:১১:৪৮
পরিবর্তন আসছে ফেসবুকের প্রাইভেসিতে

নিউজ ডেস্ক : বর্তমানে পারস্পরিক যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক। জনপ্রিয় এই সাইটিটি প্রতিমুহূর্তে তার গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন সেকশনে কাজ করে চলেছে নিরন্তর, পরিবর্তন আনছে নতুন নতুন।

কিন্তু সমস্যা হচ্ছে- পরিবর্তন আনার পর প্রাথমিক পর্যায়ে ইউজাররা পড়ে যাচ্ছেন বিপাকে। কিছুতেই যেন মাথায় আসে না- কী করা উচিত বা কী করা উচিত না।

এই যেমন, টাইমলাইনের কথাই ধরা যাক। প্রোফাইলের আগের লুক পরিবর্তন করে টাইমলাইন প্রথা প্রচলনের পর গ্রাহকদের মাঝে সৃষ্টি হয়েছিল বিভিন্ন প্রতিক্রিয়া। কিন্তু সময়ের সাথে সাথে গ্রাহকরা অভ্যস্ত হয়ে উঠেছেন টাইমলাইন ব্যবস্থায়। ঠিক একইভাবে যখনই ফেসবুক তার প্রাইভেসি ব্যবস্থায় পরিবর্তন আনে, প্রথমে সমালোচিত হয়। কিন্তু ধীরে ধীরে পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয় গ্রাহকরা। সামনে আসতে যাচ্ছে ফেসবুকের আরো কিছু পরিবর্তন। যেমন: প্রাইভেসি চেকআপ টুল, পাবলিক পোস্টিং রিমাইন্ডার, অ্যানোনিমাস লগইন, নতুনদের জন্য ডিফল্ট সেটিং, সুস্পষ্ট মোবাইল শেয়ারিং অপশন, ফটো সেটিংস। এক্ষেত্রেও হয়তো গ্রাহক প্রথমে পড়বেন অনভ্যস্ততাজনিত বিপাকে।

(ওএস/এটিআর/মে ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test