E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশের বাজারে আসুসের নতুন মাল্টিমিডিয়া ল্যাপটপ

২০১৬ জানুয়ারি ০২ ১৭:২৯:১০
দেশের বাজারে আসুসের নতুন মাল্টিমিডিয়া ল্যাপটপ

ডেস্ক রিপোর্ট : দেশের বাজারে এসেছে আসুস ব্র্যান্ডের এন সিরিজের নতুন মাল্টিমিডিয়া ল্যাপটপ ‘এন৫৫১ভিডাব্লিউ’।

অবিশ্বাস্য মাল্টিমিডিয়া অভিজ্ঞতার জন্য রয়েছে ল্যাপটপটিতে রয়েছে ব্যাং ও উলফসেন প্রযুক্তি এবং ১৫.৬ ইঞ্চি স্ক্রিনের ফুল এইচডি ডিসপ্লে।

২.৬০ গিগাহার্জ গতি সম্পন্ন ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই-৭ প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপটি ১ টেরাবাইট সাটা হার্ডডিস্ক, ৮ জিবি ডিডিআর-৪ এসডি র‌্যাম এবং ৪ জিবি এনভিডিয়া জিফোর্স ৯৬০ এম ভিডিও গ্রাফিক্স সমৃদ্ধ, যা ব্যবহারকারীকে দেবে অসাধারণ গেমিং এবং মাল্টিমিডিয়া অভিজ্ঞতা।

আসুসের এন সিরিজের ল্যাপটপের রয়েছে মাল্টিটাস্কিং ক্ষমতা। নেটয়ার্কিংয়ের জন্য রয়েছে ওয়াইফাই, ল্যান জ্যাক , এইচডি ওয়েব ক্যাম।

৮৭ হাজার টাকা মূল্যের আসুস এন৫৫১ভিডাব্লিউ মডেলের ল্যাপটপটি বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ল্যাপটপটিতে ২ বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে। আরো জানতে ভিজিট: www.globalbrand.com.bd।

(ওএস/এইচআর/জানুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test